শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

চট্টগ্রামে বিরল প্রজাতির মাছ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিরল প্রজাতির মাছ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের  হাতিয়ারকুল এলাকায় মৌসুমি মাছ শিকারির জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। গতকাল সকালে হাতিয়ারকুল এলাকার   জয়নাল নামে এক ব্যক্তির জালে বিরল প্রজাতির এ মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১০০ গ্রাম। প্রাণিবিদ্যা বিশেষজ্ঞরা বলছেন, এটি পরিবেশের জন্য ক্ষতিকর। জানা যায়, মাছটির সারা শরীরে আছে ফোঁটা ফোঁটা ডোরাকাটা দাগ ও ছোট ছোট কাঁটা। পিঠের ওপরে ও দুই পাশে আছে আরও তিনটি বড় কাঁটা। মুখে রয়েছে ধারালো দাঁত। মাছটির নাম ‘সাকার ফিশ’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, মাছটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটি সাধারণ জাতের মাছ খেয়ে ফেলে। কার্যত এটি একুরিয়াম ফিশ। কিন্তু ইদানীং কোনো কোনো স্থানে এটি চাষ হওয়ার কথা শুনছি। আমরা মনে করি, সরকারিভাবে এটি চাষ নিষিদ্ধ করা উচিত।

সর্বশেষ খবর