শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সওজের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসানের স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, শাহানা পারভীনের স্বামী জুনাইদ আহসান সড়ক ও জনপথ বিভাগের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে তেজগাঁও এলেনবাড়ীতে কর্মরত ছিলেন। শাহানা পারভীন তার স্বামীর অবৈধভাবে অর্জিত সম্পদকে  বৈধতাদানের উদ্দেশ্যে নিজ নামে সম্পদ করেছিলেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭৮৩  টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ কারণে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে গতকাল সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন।

সর্বশেষ খবর