করোনার আঘাতে অর্থনীতির বেশির ভাগ খাত ক্ষতিগ্রস্ত। তবে প্রতিদিন চাঙা হয়ে উঠছে শেয়ারবাজার। কালো টাকা সাদা করার সুযোগ, ব্যাংক আমানতে সুদের স্বল্প হার, অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ কমায় সবাই আগ্রহী হয়ে উঠছে শেয়ারবাজারে। বাজারে নতুন করে বিনিয়োগ আসায় প্রতিদিন বাড়ছে সূচক। গত ৫ মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫ হাজার পয়েন্ট থেকে বেড়ে ৭ হাজার পয়েন্টে পৌঁছেছে। এই সময় বাজার মূলধন বেড়েছে এক লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের এই উত্থানে সবাইকে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। না বুঝে যারা বিনিয়োগ করবে তারা ক্ষতিগ্রস্ত হবেন। কর্তৃপক্ষ কঠোর নজরদারি রাখছে। বিনিয়োগ নিরাপত্তা দেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ব্যাংকগুলোর মধ্যে ২২টি প্রতিষ্ঠান সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। এরমধ্যে বেসরকারি ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ সক্ষমতার ৬০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। এখনো ৪০ শতাংশ বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো সমন্বিতভাবে মূলধনের সর্বোচ্চ ৫০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। যা পরিপালন করছে ব্যাংকগুলো। জানা গেছে, শেয়ারবাজারে বিনিয়োগ করা ২২টি ব্যাংকের সমন্বিতভাবে ৪৭ হাজার ৬৪৬ কোটি ৩০ লাখ টাকার মূলধন রয়েছে। এ হিসেবে ব্যাংকগুলো শেয়ারবাজারে ৫০ শতাংশ হারে ২৩ হাজার ৮২৩ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু ব্যাংকগুলো বিনিয়োগ করেছে ১৪ হাজার ৩৬৩ কোটি ৮৭ লাখ টাকা। যা মূলধনের ৩০ শতাংশ বা বিনিয়োগ সক্ষমতার ৬০ শতাংশ। এসব বিনিয়োগ গত কয়েক মাসে হয়েছে শেয়ারবাজারে। চলতি বছরেও বাজেটে কালো টাকা বিনিয়োগের ওপর ১০ শতাংশ হারে কর প্রদানের পর বিনা প্রশ্নে শেয়ারবাজারে বিনিয়োগে সুযোগ দেওয়া হয়। এই সুযোগে শেয়ারবাজারে প্রায় তিন হাজার কোটি টাকা নতুন বিনিয়োগ হয়েছে। বাজারের চাঙ্গা ভাবে যেসব বিও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ছিল গত কয়েক মাসে বেশিরভাগ হিসাবে নতুন করে লেনদেন হচ্ছে। নতুন বিও অ্যাকাউন্টও বাড়ছে। গত এক মাসের ব্যবধানে বিও অ্যাকাউন্ট বেড়েছে ১৩ হাজার। গত ২ আগস্ট বাজারে বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৯ লাখ ৬১ হাজার। ২ সেপ্টেম্বর হয়েছে ১৯ লাখ ৭৪ হাজার। বাজারে এখন প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে আড়াই হাজার কোটি টাকার বেশি। গত বছর যা একই সময় ছিল মাত্র ৩০০ কোটি টাকা। সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কিছু শেয়ার এখন অতি মূল্যায়িত। ব্যাংক আমানতের সুদের হার কম থাকায় বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ঝুঁকছেন। তবে অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাজার কারসাজি সিন্ডিকেট সব সময় সক্রিয় থাকে। তাদের বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে। মানুষের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের। ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, আগামী বছর পাঁচ হাজার কোটি টাকা লেনদেন হবে। ভারতের শেয়ারবাজারের সূচক ৫৪ হাজার। সূচক কোনো ব্যাপার না। শেয়ারের দাম বাড়লে, সূচক বাড়বে। অনেকে শেয়ারবাজার টিকবে কি-না জিজ্ঞেস করে। আমি বলি ১০০ শতাংশ টিকবে। কারণ ট্রেডিং মার্কেট টিকে। বাজারে কারেকশন হতে পারে। কারেকশন থাকবে। যেমন ৫০ টাকার শেয়ার যখন ১০০ টাকায় উঠে, সেটি ৮০ টাকায় নামতে পারে। তবে সেটি ৫০ টাকায় নামবে না। বাজার এখন সঠিক জায়গায়ই আছে।
শিরোনাম
- তারেক রহমানের হাত ধরে দেশে কৃষি ও অর্থনৈতিক বিপ্লব ঘটবে: তৃপ্তি
- নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতাদের মিলনমেলা
- রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার
- চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ
- লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
- গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : আসিফ নজরুল
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
- পাইপ বোরিং করতে গিয়ে বের হচ্ছে গ্যাস, রান্না করছেন অনেকে
- বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
- নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : মামুনুল হক
- ‘৩১ দফা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার নিশ্চিত করার এক নতুন অঙ্গীকার’
- জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী : প্রাণিসম্পদ উপদেষ্টা
- ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার
- রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশুর মৃত্যু
- জায়মা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
- দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান
- কুড়িগ্রামে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৬
- দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী
নতুন বিনিয়োগে চাঙা শেয়ারবাজার
আলী রিয়াজ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ, যা বলছে যুক্তরাষ্ট্র-রাশিয়া
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘ইসলামোফোবিয়ার’ বিরুদ্ধে দাঁড়াতে নিজের মুসলিম পরিচয়ে দৃঢ় অবস্থান মামদানির
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম