করোনার আঘাতে অর্থনীতির বেশির ভাগ খাত ক্ষতিগ্রস্ত। তবে প্রতিদিন চাঙা হয়ে উঠছে শেয়ারবাজার। কালো টাকা সাদা করার সুযোগ, ব্যাংক আমানতে সুদের স্বল্প হার, অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ কমায় সবাই আগ্রহী হয়ে উঠছে শেয়ারবাজারে। বাজারে নতুন করে বিনিয়োগ আসায় প্রতিদিন বাড়ছে সূচক। গত ৫ মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫ হাজার পয়েন্ট থেকে বেড়ে ৭ হাজার পয়েন্টে পৌঁছেছে। এই সময় বাজার মূলধন বেড়েছে এক লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের এই উত্থানে সবাইকে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। না বুঝে যারা বিনিয়োগ করবে তারা ক্ষতিগ্রস্ত হবেন। কর্তৃপক্ষ কঠোর নজরদারি রাখছে। বিনিয়োগ নিরাপত্তা দেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ব্যাংকগুলোর মধ্যে ২২টি প্রতিষ্ঠান সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। এরমধ্যে বেসরকারি ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ সক্ষমতার ৬০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। এখনো ৪০ শতাংশ বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো সমন্বিতভাবে মূলধনের সর্বোচ্চ ৫০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। যা পরিপালন করছে ব্যাংকগুলো। জানা গেছে, শেয়ারবাজারে বিনিয়োগ করা ২২টি ব্যাংকের সমন্বিতভাবে ৪৭ হাজার ৬৪৬ কোটি ৩০ লাখ টাকার মূলধন রয়েছে। এ হিসেবে ব্যাংকগুলো শেয়ারবাজারে ৫০ শতাংশ হারে ২৩ হাজার ৮২৩ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু ব্যাংকগুলো বিনিয়োগ করেছে ১৪ হাজার ৩৬৩ কোটি ৮৭ লাখ টাকা। যা মূলধনের ৩০ শতাংশ বা বিনিয়োগ সক্ষমতার ৬০ শতাংশ। এসব বিনিয়োগ গত কয়েক মাসে হয়েছে শেয়ারবাজারে। চলতি বছরেও বাজেটে কালো টাকা বিনিয়োগের ওপর ১০ শতাংশ হারে কর প্রদানের পর বিনা প্রশ্নে শেয়ারবাজারে বিনিয়োগে সুযোগ দেওয়া হয়। এই সুযোগে শেয়ারবাজারে প্রায় তিন হাজার কোটি টাকা নতুন বিনিয়োগ হয়েছে। বাজারের চাঙ্গা ভাবে যেসব বিও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ছিল গত কয়েক মাসে বেশিরভাগ হিসাবে নতুন করে লেনদেন হচ্ছে। নতুন বিও অ্যাকাউন্টও বাড়ছে। গত এক মাসের ব্যবধানে বিও অ্যাকাউন্ট বেড়েছে ১৩ হাজার। গত ২ আগস্ট বাজারে বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৯ লাখ ৬১ হাজার। ২ সেপ্টেম্বর হয়েছে ১৯ লাখ ৭৪ হাজার। বাজারে এখন প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে আড়াই হাজার কোটি টাকার বেশি। গত বছর যা একই সময় ছিল মাত্র ৩০০ কোটি টাকা। সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কিছু শেয়ার এখন অতি মূল্যায়িত। ব্যাংক আমানতের সুদের হার কম থাকায় বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ঝুঁকছেন। তবে অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাজার কারসাজি সিন্ডিকেট সব সময় সক্রিয় থাকে। তাদের বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে। মানুষের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের। ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, আগামী বছর পাঁচ হাজার কোটি টাকা লেনদেন হবে। ভারতের শেয়ারবাজারের সূচক ৫৪ হাজার। সূচক কোনো ব্যাপার না। শেয়ারের দাম বাড়লে, সূচক বাড়বে। অনেকে শেয়ারবাজার টিকবে কি-না জিজ্ঞেস করে। আমি বলি ১০০ শতাংশ টিকবে। কারণ ট্রেডিং মার্কেট টিকে। বাজারে কারেকশন হতে পারে। কারেকশন থাকবে। যেমন ৫০ টাকার শেয়ার যখন ১০০ টাকায় উঠে, সেটি ৮০ টাকায় নামতে পারে। তবে সেটি ৫০ টাকায় নামবে না। বাজার এখন সঠিক জায়গায়ই আছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ