শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
বাড়িতে ইয়াবার আসর

স্ত্রীর অভিযোগে স্বামীর তিন মাসের জেল

দিনাজপুর প্রতিনিধি

বন্ধুদের নিয়ে নিয়মিত বাসায় ইয়াবার আসর বসাতেন আবদুল হাকিম (৪০)। স্ত্রীর এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে যেতে হলো স্বামীকে। তিন মাসের জেল, সেই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আবদুল হাকিমের সঙ্গে ইয়াবা সেবনের অভিযোগে ছবুর মিয়া (৩২) নামের আরও একজনকে তিন মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে হাকিমপুর উপজেলার চন্ডিপুর এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম।

এ সময় পৃথক অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৫) ও জাকারিয়া (২৬) নামে আরও দুজনকে মাদক সেবনের অভিযোগে এক মাসের কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- হাকিমপুর উপজেলার চন্ডিপুর এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে আবদুল হাকিম (৪০), হরিহরপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে ছবুর মিয়া (৩২), ফকিরপাড়া এলাকার আবদুর রহমান ভোলার ছেলে জাকারিয়া (২৬) ও উত্তর বাসুদেবপুর এলাকার মেহের আলীর ছেলে মেহেদী হাসান (২৫)। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম বলেন, বাড়িতে বসে বন্ধুদের নিয়ে স্বামী মাদক সেবন করছেন আবদুল হাকিমের স্ত্রীর এমন অভিযোগের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সেবনরত অবস্থায় আবদুল হাকিম ও ছবুর নামের দুজনকে আটক করে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুজনকেই তিন মাস করে কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ফকিরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও দুজনকে এক মাসের কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সর্বশেষ খবর