দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহন চালকদের আবার ভোগান্তি সৃষ্টি হয়েছে। ফেরি স্বল্পতার কারণে এই ভোগান্তি বলে জানা গেছে। গতকাল দুপুরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হ্যাচারি পর্যন্ত ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ফেরিঘাট এলাকায় যানবাহনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই কিলোমিটার অংশে ট্রাকের সারি রয়েছে। ট্রাফিক পুলিশের ভাষ্যমতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ও ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশের মহাসড়কে যেন যানবাহন চলাচল বন্ধ না হয়ে যায় সেই কারণে গোয়ালন্দ মোড় এলাকায় ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। ফেরিঘাটে গাড়ির সংখ্যা কমে গেলে এখান থেকে সিরিয়ালে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। তবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী কোনো বাস দেখা যায়নি। গোয়ালন্দ মোড়ে আটকে পড়া ট্রাক চালক মো. শিহাব শেখ বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে অনেকেই তাদের গাড়ি রাস্তায় নামাননি। তবু আমাদের এত ভোগান্তি। দৌলতদিয়াতে ভোগান্তির মূল কারণ বিআইডব্লিউটিসির কিছু কর্মকর্তা আর কর্মচারী। তারা ফেরির সংখ্যা হ্রাস করে এই ভোগান্তি সৃষ্টি করেছে। দৌলতদিয়া ফেরিঘাটের সিরিয়ালে থাকা ট্রাক চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে একবার নাম বলে বিপদে পড়েছিলাম। তাই নাম বলতে ভয় পাই। সিন্ডিকেটের কারণে দৌলতদিয়াতে ফেরি স্বল্পতার সৃষ্টি হয়। ভোগান্তি বৃদ্ধি পায়। পরিবহন ধর্মঘটের দিনে আমাদের ৮/১০ ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বরত কোনো কর্মকর্তাকে ফোনে পাওয়া যায়নি। রাজবাড়ী পুলিশ কন্ট্রোল রুমের তথ্যমতে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করে। দৌলতদিয়া প্রান্তে ৫টি ঘাট সচল রয়েছে।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
দৌলতদিয়া ফেরিঘাটে আবার ভোগান্তি
পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর