দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহন চালকদের আবার ভোগান্তি সৃষ্টি হয়েছে। ফেরি স্বল্পতার কারণে এই ভোগান্তি বলে জানা গেছে। গতকাল দুপুরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হ্যাচারি পর্যন্ত ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ফেরিঘাট এলাকায় যানবাহনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই কিলোমিটার অংশে ট্রাকের সারি রয়েছে। ট্রাফিক পুলিশের ভাষ্যমতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ও ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশের মহাসড়কে যেন যানবাহন চলাচল বন্ধ না হয়ে যায় সেই কারণে গোয়ালন্দ মোড় এলাকায় ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। ফেরিঘাটে গাড়ির সংখ্যা কমে গেলে এখান থেকে সিরিয়ালে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। তবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী কোনো বাস দেখা যায়নি। গোয়ালন্দ মোড়ে আটকে পড়া ট্রাক চালক মো. শিহাব শেখ বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে অনেকেই তাদের গাড়ি রাস্তায় নামাননি। তবু আমাদের এত ভোগান্তি। দৌলতদিয়াতে ভোগান্তির মূল কারণ বিআইডব্লিউটিসির কিছু কর্মকর্তা আর কর্মচারী। তারা ফেরির সংখ্যা হ্রাস করে এই ভোগান্তি সৃষ্টি করেছে। দৌলতদিয়া ফেরিঘাটের সিরিয়ালে থাকা ট্রাক চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে একবার নাম বলে বিপদে পড়েছিলাম। তাই নাম বলতে ভয় পাই। সিন্ডিকেটের কারণে দৌলতদিয়াতে ফেরি স্বল্পতার সৃষ্টি হয়। ভোগান্তি বৃদ্ধি পায়। পরিবহন ধর্মঘটের দিনে আমাদের ৮/১০ ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বরত কোনো কর্মকর্তাকে ফোনে পাওয়া যায়নি। রাজবাড়ী পুলিশ কন্ট্রোল রুমের তথ্যমতে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করে। দৌলতদিয়া প্রান্তে ৫টি ঘাট সচল রয়েছে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
দৌলতদিয়া ফেরিঘাটে আবার ভোগান্তি
পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর