দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহন চালকদের আবার ভোগান্তি সৃষ্টি হয়েছে। ফেরি স্বল্পতার কারণে এই ভোগান্তি বলে জানা গেছে। গতকাল দুপুরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হ্যাচারি পর্যন্ত ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ফেরিঘাট এলাকায় যানবাহনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই কিলোমিটার অংশে ট্রাকের সারি রয়েছে। ট্রাফিক পুলিশের ভাষ্যমতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ও ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশের মহাসড়কে যেন যানবাহন চলাচল বন্ধ না হয়ে যায় সেই কারণে গোয়ালন্দ মোড় এলাকায় ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। ফেরিঘাটে গাড়ির সংখ্যা কমে গেলে এখান থেকে সিরিয়ালে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। তবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী কোনো বাস দেখা যায়নি। গোয়ালন্দ মোড়ে আটকে পড়া ট্রাক চালক মো. শিহাব শেখ বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে অনেকেই তাদের গাড়ি রাস্তায় নামাননি। তবু আমাদের এত ভোগান্তি। দৌলতদিয়াতে ভোগান্তির মূল কারণ বিআইডব্লিউটিসির কিছু কর্মকর্তা আর কর্মচারী। তারা ফেরির সংখ্যা হ্রাস করে এই ভোগান্তি সৃষ্টি করেছে। দৌলতদিয়া ফেরিঘাটের সিরিয়ালে থাকা ট্রাক চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে একবার নাম বলে বিপদে পড়েছিলাম। তাই নাম বলতে ভয় পাই। সিন্ডিকেটের কারণে দৌলতদিয়াতে ফেরি স্বল্পতার সৃষ্টি হয়। ভোগান্তি বৃদ্ধি পায়। পরিবহন ধর্মঘটের দিনে আমাদের ৮/১০ ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বরত কোনো কর্মকর্তাকে ফোনে পাওয়া যায়নি। রাজবাড়ী পুলিশ কন্ট্রোল রুমের তথ্যমতে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করে। দৌলতদিয়া প্রান্তে ৫টি ঘাট সচল রয়েছে।
শিরোনাম
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ