বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্রমণ বাড়লেও করোনা পরীক্ষায় আগ্রহ কম

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। তবে করোনা উপসর্গ থাকলেও সাধারণ মানুষের মধ্যে নমুনা পরীক্ষায় আগ্রহ কম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

এদিকে গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২১ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৮৯২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.২০ শতাংশ, যা গত ৯৯ দিনের মধ্যে সর্বোচ্চ। সবশেষ এর চেয়ে বেশি শনাক্ত হারের তথ্য জানানো হয়েছিল ২৮ সেপ্টেম্বর। এই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, রাজধানীসহ সারা দেশে ৮৫২টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবরেটরিতে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। বর্তমানে করোনার সংক্রমণ বাড়লেও নমুনা পরীক্ষা করতে যাওয়া আগ্রহী লোকের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় কম। ৬০ বছরের অধিকসংখ্যক বয়সীর মধ্যেই করোনায় আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে।

তিনি বলেন, ‘করোনা শনাক্তে গত এক সপ্তাহে ১ লাখ ৩৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়। যা পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ১৪ হাজারের বেশি। শতকরা হিসাবে তা ১১ দশমিক ৫৫ শতাংশের বেশি। গত এক সপ্তাহে ৩ হাজার ৮৯২ জন রোগী শনাক্ত হয়, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৫০৩ জন বেশি। শতকরা হিসাবে যা ৬৩ শতাংশের বেশি। গত সাত দিনে মারা যান ২৫ জন, যা পূর্ববর্তী সাত দিনের তুলনায় ১৪ জন বেশি। আমাদের দেশেও ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত সামগ্রিক করোনার যে নিম্নমুখী প্রবণতা ছিল তা একটু একটু করে ঊর্ধ্বগামী হচ্ছে।’ গতকাল পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৯০ জন।

 

সর্বশেষ খবর