রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিধিনিষেধ বাস্তবায়নে অগ্রগতি নেই

ডা. এ বি এম আবদুল্লাহ

জয়শ্রী ভাদুড়ী

বিধিনিষেধ বাস্তবায়নে অগ্রগতি নেই

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ জারি করেছে সরকার। কিন্তু এই বিধিনিষেধ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। এ জন্য মাঠ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সচেতনতা তৈরিতে কাজে লাগাতে হবে। মানুষকে সচেতন করতে না পারলে বিধিনিষেধের সুফল পাওয়া যাবে না। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। যারা আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন তাদের জন্য করোনার যে কোনো ভ্যারিয়েন্টই ঝুঁকিপূর্ণ। সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে টিকা কার্যকর ভূমিকা পালন করছে। কিন্তু মানুষের আগ্রহে বেশ খানিকটা ভাটা পড়েছে। টিকা কার্যক্রম বেগবান করতে আবার দেশব্যাপী ক্যাম্পেইন চালাতে হবে। সামাজিক অনুষ্ঠান বন্ধ করা এবং স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে। এ কার্যক্রমে জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনার পরে স্বাস্থ্যবিধি পালনের ব্যাপারে সচেতন করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে না পারলে বিধিনিষেধ দিয়ে করোনা নিয়ন্ত্রণ করা যাবে না।

সর্বশেষ খবর