শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনায় মৃত্যু বেড়েছে ২৭৩ শতাংশ

২৪ ঘণ্টায় শনাক্ত আরও ১৫ হাজার ৫২৭, মৃত্যু ১৭ জনের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারির প্রথম সাত দিনের তুলনায় শেষ সাত দিনে (২০-২৬ জানুয়ারি) করোনা আক্রান্ত শনাক্ত বেড়েছে প্রায় দেড় হাজার শতাংশ। মৃত্যু ২৭৩ শতাংশ ও শনাক্তের হার বেড়েছে ৬৬৭ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে।

চলতি মাসের প্রথম সাত দিনে (১-৭ জানুয়ারি) সারা দেশে মোট ৫ হাজার ৫৫৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। গড়ে দৈনিক শনাক্ত ৭৯৩.৪৩ জন। আর শেষ ভাগে এসে সাত দিনে (২০-২৬ জানুয়ারি) শনাক্ত হয়েছেন ৮৯ হাজার ২৩০ জন। গড়ে দৈনিক শনাক্ত ১২ হাজার ৭৪৭ জন। বৃদ্ধির হার প্রায় দেড় হাজার শতাংশ। প্রথম সাত দিনে মারা গেছেন ২৬ জন। শেষ সাত দিনে ৯৭ জন। মৃত্যু বেড়েছে ২৭৩ শতাংশ। নমুনা পরীক্ষায় প্রথম সাত দিনের গড় শনাক্তের হার ছিল ৩.৯১ শতাংশ। শেষ সাত দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাংশে। বৃদ্ধির হার ৬৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৫২৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৩১.৬৪ শতাংশ। এ সময় মৃত্যু হয়েছে ১৭ জনের। অথচ জানুয়ারির প্রথম দিনে সারা দেশে শনাক্ত হয়েছিলেন মাত্র ৩৭০ জন। শনাক্তের হার ছিল ২.৪৩ শতাংশ।

গতকাল পর্যন্ত দেশে মোট ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬০ হাজার ছয়জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের ১৩ জন পুরুষ, চারজন নারী। এর মধ্যে ১০ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের চারজন এবং রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালে রোগীর চাপ বাড়ছে : এদিকে সংক্রমণ বাড়ায় হাসপাতালে করোনা রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল থেকে ৪৩৩ জন ছাড়পত্র পেলেও নতুন ভর্তি হয়েছেন ৫৯৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬৩, চট্টগ্রামে ৯৩, ময়মনসিংহে ১০, রাজশাহীতে ৪২, রংপুরে ৫, খুলনায় ৪৩, বরিশালে ১৭ ও সিলেটে ২৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু ঢাকা মহানগরীতেই ভর্তি হয়েছেন ৩৩০ জন।

শনাক্তের হার ছাড়িয়েছে ৪০ শতাংশ : গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় সারা দেশের গড় শনাক্ত ৩২ শতাংশের নিচে থাকলেও তিন বিভাগে ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। এর মধ্যে রংপুরে ৪৪.৮৭, রাজশাহীতে ৪৩.৬২ ও বরিশালে ছিল ৪১ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট  বিভাগে ৩৯.৪৯, খুলনায় ৩৩.৮৭, ঢাকায় ২৯.৬৪ ও ময়মনসিংহে ২৭.৪১ শতাংশ ছিল শনাক্তের হার।

ওমিক্রনের ‘ক্লিনিক্যাল গাইডলাইন’ চূড়ান্ত

সর্বশেষ খবর