শিরোনাম
বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

কর্তৃপক্ষের হস্তক্ষেপ যত কম হবে তত ভালো

ফারুক আহম্মেদ সিদ্দিকী

কর্তৃপক্ষের হস্তক্ষেপ যত কম হবে তত ভালো

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, পুঁজিবাজার বিনিয়োগকারীদের ওপর ছেড়ে দিতে হবে। স্বাভাবিক লেনদেন বাজারকে স্থিতিশীল করবে। বাজারে কারেকশন যা হওয়ার হয়েছে। এখন মুনাফা আসার সময়। আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের আস্থা রাখতে হবে। অর্থনৈতিক এমন কোনো কারণ ঘটেনি যে বাজার অস্থিতিশীল হয়ে যাবে। বিনিয়োগকারীদের বুঝতে হবে সব সময় মুনাফা হয় না। মুনাফা হবে, আবার শেয়ার দরে কারেকশন হবে। তাই এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফারুক আহমেদ বলেন, আমাদের বাজারে নানা রকমের হস্তক্ষেপ করা হয়। গত কয়েক দিনের লেনদেন কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। কেউ হয়তো বাজারে হঠাৎ করে বিনিয়োগ করেছেন। মনে হয় তৃতীয় শক্তি দিয়ে বাজার তোলা হচ্ছে। এই হঠাৎ বিনিয়োগ বাজারে অস্থিরতা তৈরি করে। এটাকে এক ধরনের হস্তক্ষেপ বলা যায়। এ ছাড়া বাজারে বেশকিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত কয়েক মাসে বলা হয়েছে বড় বিদেশি বিনিয়োগ আসবে, ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হবে, প্রতিটি ব্যাংক আলাদা করে পুঁজিবাজারে বিনিয়োগ করতে তহবিল গঠন করবে। বাস্তবে এর একটাও হয়নি। এসব প্রতিশ্রুতি দিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি করা যাবে না, যদি তা কার্যকর করা না যায়। তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা কার্যকর করতে না পারায় মানুষ হতাশ হয়েছে, আস্থাহীনতা তৈরি হয়েছে। বাজার স্বাভাবিক গতিতে চললে অবশ্যই ঠিক হয়ে যাবে দ্রুত।

সর্বশেষ খবর