বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, পুঁজিবাজার বিনিয়োগকারীদের ওপর ছেড়ে দিতে হবে। স্বাভাবিক লেনদেন বাজারকে স্থিতিশীল করবে। বাজারে কারেকশন যা হওয়ার হয়েছে। এখন মুনাফা আসার সময়। আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের আস্থা রাখতে হবে। অর্থনৈতিক এমন কোনো কারণ ঘটেনি যে বাজার অস্থিতিশীল হয়ে যাবে। বিনিয়োগকারীদের বুঝতে হবে সব সময় মুনাফা হয় না। মুনাফা হবে, আবার শেয়ার দরে কারেকশন হবে। তাই এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফারুক আহমেদ বলেন, আমাদের বাজারে নানা রকমের হস্তক্ষেপ করা হয়। গত কয়েক দিনের লেনদেন কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। কেউ হয়তো বাজারে হঠাৎ করে বিনিয়োগ করেছেন। মনে হয় তৃতীয় শক্তি দিয়ে বাজার তোলা হচ্ছে। এই হঠাৎ বিনিয়োগ বাজারে অস্থিরতা তৈরি করে। এটাকে এক ধরনের হস্তক্ষেপ বলা যায়। এ ছাড়া বাজারে বেশকিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত কয়েক মাসে বলা হয়েছে বড় বিদেশি বিনিয়োগ আসবে, ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হবে, প্রতিটি ব্যাংক আলাদা করে পুঁজিবাজারে বিনিয়োগ করতে তহবিল গঠন করবে। বাস্তবে এর একটাও হয়নি। এসব প্রতিশ্রুতি দিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি করা যাবে না, যদি তা কার্যকর করা না যায়। তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা কার্যকর করতে না পারায় মানুষ হতাশ হয়েছে, আস্থাহীনতা তৈরি হয়েছে। বাজার স্বাভাবিক গতিতে চললে অবশ্যই ঠিক হয়ে যাবে দ্রুত।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
কর্তৃপক্ষের হস্তক্ষেপ যত কম হবে তত ভালো
ফারুক আহম্মেদ সিদ্দিকী
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর