বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

সিটি করপোরেশনকে তদারক করতে হবে

ড. আকতার মাহমুদ

সিটি করপোরেশনকে তদারক করতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেছেন, খাল রক্ষার দায়িত্ব সিটি করপোরেশনের।

যেহেতু খাল সিটি করপোরেশনের মালিকানাধীন, সে জন্য তদারকির দায়িত্ব তাদের রয়েছে। সিটি করপোরেশনের কাউন্সিলররা প্রতি ওয়ার্ডের জনপ্রতিনিধি। তারা ওয়ার্ডকেন্দ্রিক তদারক করতে পারেন। কাউন্সিলররা যদি এই কাজে সক্রিয় হন, তাহলে অবৈধ দখলের মাত্রা অনেক কমে যাবে। তিনি বলেন, সাধারণত দেখা যায়, খাল দখলের সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষ। এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিদের কিছু অংশ রাজউক থেকে অনুমোদন নিয়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করেন। আর কিছু অংশ অনুমোদন ছাড়াই খাল দখল করে ভবন নির্মাণ করছেন। এ ছাড়া সাধারণ মানুষ অর্থাৎ নিম্নআয়ের মানুষ খালের পাড় দখল করে টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করছেন। এসব অবৈধ দখলের কারণে রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নষ্ট হচ্ছে সৌন্দর্য। এই বিশেষজ্ঞ আরও বলেন, রাজধানীতে ভবন নির্মাণে নকশা অনুমোদন দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর নগরীতে যেসব ভবন নির্মিত হয়েছে এবং হচ্ছে সবগুলো রাজউক থেকে নকশা অনুমোদিত। সুতরাং খাল দখল করে ভবন নির্মাণ হচ্ছে এটা রাজউকের তদারকির অবেহলার কারণে। এ সংস্থাটি যদি খালে ভবন নির্মাণের নকশা অনুমোদন না দিত তাহলে ভবন নির্মাণ হতো না। আর যদি নকশাবহির্ভূত ভবন নির্মাণ হয়, তাহলে তাদের ইমারত পরিদর্শকরা কী করেন? আইন অনুযায়ী ভবন নির্মাণে তদারকি তাদের পরিদর্শকরা করবেন।

সর্বশেষ খবর