বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

আইনের প্রয়োগ নেই কোথাও

ড. আদিল মোহাম্মদ খান

আইনের প্রয়োগ নেই কোথাও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, খাল দখল হয়, আবার সংস্থাগুলো বিভিন্ন সময় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। কিন্তু কিছুদিন পর আবার দখল হয়ে যায়। এর অন্যতম কারণ আইনের ধারায় যথেষ্ট ত্রুটি রয়েছে। একই সঙ্গে প্রয়োগও নেই। বিভিন্ন সময় অভিযানে গিয়ে অর্থদণ্ড দেওয়া হয়। এই দণ্ড মানুষকে দখল থেকে ফেরাতে পারবে না। তাদের যদি অর্থদণ্ডের পাশাপাশি জেলে দেওয়া যেত, তাহলে দখলদাররা ভয় পেত। উচ্ছেদের পর আবার দখলে যেত না। তিনি বলেন, হাই কোর্ট বলেছেন খাল হচ্ছে আমাদের নগরীর জীবন্ত সত্তা। আর খাল হচ্ছে আমাদের রাজধানীর প্রাণ। এগুলো যদি দখল হয় তাহলে নগরী মারা যাবে। আর দখল থেকে দায়িত্বরত সংস্থা সিটি করপোরেশন ও রাজউককে তদারক করতে হবে। এই বিশেষজ্ঞ আরও বলেন, আইন অনুযায়ী ভবনের নকশা অনুমোদনের দায়িত্ব রাজউকের। নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না সেটা তদারকির দায়িত্বও তাদের। একই সঙ্গে খালের মালিকানা সিটি করপোরেশনের। কোথাও খাল দখল হচ্ছে কি না সিটি করপোরেশনও তদারকি করবে। যদি রাজউকের ইমারত পরিদর্শক ও সিটি করপোরেশনের প্রতিনিধি মাসে একবারও সরেজমিন দেখে যান, তাহলে অবৈধভাবে দখল হওয়ার সুযোগ থাকে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর