শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

এবার বরিশালে তিন যমজ বোনের নাম স্বপ্ন-পদ্মা-সেতু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর বেসরকারি হাসপাতালে এক প্রসূতি একসঙ্গে তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আর জন্মের পর তাদের নাম রাখা হয়েছে- স্বপ্ন, পদ্মা ও সেতু। জানা গেছে, বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের বাসিন্দা বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহারকে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নগরীর সদর রোডের ডা. মোখলেছুর রহমান প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে কন্যাদের ভূমিষ্ঠ করেন চিকিৎসকরা। সদ্য ভূমিষ্ঠ তিন নবজাতকের মধ্যে দুজনের ওজন দেড় কেজি করে এবং একজনের ১ কেজি ৪০০ গ্রাম। পারিবারিক সূত্র জানায়, ১৪ মাস আগে নুরুন্নাহারকে বিয়ে করেন পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বাবু সিকদার। প্রথমবার তাদের একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সবাই খুশি বলে জানান বাবু সিকদার। খুশিতেই তাদের নাম যথাক্রমে স্বপ্ন, পদ্মা ও সেতু রাখা হয়েছে বলে জানান তিনি।

 

সর্বশেষ খবর