মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

মাস্ক পরার বিকল্প নেই

ডা. এ জেড এম মোস্তাক হোসেন

মাস্ক পরার বিকল্প নেই

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেছেন, ‘দেশে বাড়ছে কভিড-১৯ সংক্রমণ। আক্রান্ত বাড়লে মৃত্যুহারও ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি তৈরি হয়। করোনা পরিস্থিতিকে অবহেলা করার সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মানার বিগত বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক   পরতে হবে। এর কোনো বিকল্প নেই।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এখন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। গণপরিবহনে ভিড়, গাদাগাদি করা যাবে না। করোনার সব ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে পারে মাস্ক। করোনার শুরু থেকে যে স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে তা ব্যবহার করতে হবে। না ধুয়ে নাকে-মুখে হাত দেওয়া যাবে না। করোনার উপসর্গ দেখা গেলে আরটি-পিসিআর কিংবা অ্যান্টিজেন টেস্ট করতে হবে। জ্বর, কাশি নিয়ে বাইরে বের হওয়া যাবে না। নিজের, পরিবারের এবং চারপাশের মানুষের সুরক্ষার কথা চিন্তা করতে হবে।’ ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, ‘দেশে ব্যাপক পরিসরে চলছে টিকাদান। টিকা নিলে করোনার ঝুঁকি ও জটিলতা দুটোই কমবে। রোগী শনাক্ত হওয়ার পর জটিলতা থাকলে হাসপাতালের ব্যবস্থাপনায় নিতে হবে। বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের পরামর্শ এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে। আক্রান্ত রোগীদের আইসোলেশনের বিষয় নিশ্চিত করতে হবে। জনগণকে সুস্থ থাকতে সচেতন হতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর