রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

সামাজিক মূল্যবোধ শিথিল অপরাধ বৃদ্ধির কারণ

জিনাত হুদা

সামাজিক মূল্যবোধ শিথিল অপরাধ বৃদ্ধির কারণ

কিশোর অপরাধ এখন একটি বড় সামাজিক সমস্যা। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধন শিথিল হওয়া কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। আমাদের সমাজ একটি পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা একদিকে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন, ডিজিটালাইজেশন, নারীর ক্ষমতায়ন ইত্যাদির কথা যেমন বলছি, অন্যদিকে আরেকটি ধারাও প্রবলভাবে আসছে। আধুনিক ও পাশ্চাত্য ধারার পাশাপাশি চরম রক্ষণশীল ধ্যানধারণা আমাদের মধ্যে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন।

সমাজবিজ্ঞানের এই অধ্যাপক বলেন, আমাদের সামাজিক জীবনে ভীষণ অবক্ষয় নেমে এসেছে। আমাদের শিক্ষাব্যবস্থার মধ্যে নীতি, শাস্ত্র, মূল্যবোধ, সৎভাবে চলা, বড়দের প্রতি সম্মান প্রদর্শন এ শিক্ষা এখন আর নেই। এ শিক্ষা একইভাবে সামাজিক, রাজনৈতিকভাবে নেই। এমনকি তা পাঠ্যপুস্তক কারিকুলামের মধ্যেও নেই। শিক্ষার্থীরা এখন পাস করার জন্য পাঠ্যপুস্তক মুখস্থ করছে। এখন তারা শিক্ষাকে আত্তীকরণ বা উপলদ্ধি করে পড়ছে না। তিনি বলেন, রাজনৈতিক যে শিক্ষা, সেটাও আমাদের এখানে ভীষণভাবে ধাক্কা খাচ্ছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের চাকা যত এগিয়ে যাচ্ছে, একই সঙ্গে সাংস্কৃতিক মূল্যবোধের জায়গায় ধস নামছে রাজনৈতিক কারণে। যেসব শিক্ষক আক্রমণের শিকার হচ্ছেন, তাদের অনেকেই আবার সনাতন ধর্মাবলম্বী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজকে চরম ধর্মান্ধতা, চরম অসহিষ্ণুতা এবং চরমভাবে রক্ষণশীল অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ধর্মনিরপেক্ষতা, আরেকজনকে ভালোবাসা সেগুলো কিন্তু এখানে নেই। আর রাজনৈতিক দলগুলো এমনটি উদ্দেশ্যমূলকভাবেই করছে। এ কারণে কিশোর-কিশোরীদের কাছে আমরা কোনো আদর্শ চরিত্র তুলে ধরতে পারছি না। কিন্তু আমাদের দেশে অনেক ‘ন্যাশনাল হিরো’ আছেন। ছাত্ররা এ সমাজে তাদের শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে দেয়। এ অবস্থায় আমার প্রশ্ন, ‘এই মালা তারা তাদের শিক্ষকের গলায় পরাল, নাকি এই ঘুণে ধরা সমাজের গলায় পরাল!’

সর্বশেষ খবর