শিরোনাম
শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
কথায় কথায় খুন

আওয়ামী লীগ নেতা খুন হন যুবদল নেতার সঙ্গে চাঁদার দ্বন্দ্বে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে খুন হওয়া আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবুর সঙ্গে রাজনৈতিক ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের। এ ছাড়া ফুটপাতের চাঁদা ও ডিশ ব্যবসা নিয়েও ঝামেলা চলছিল তাদের মধ্যে। বিশেষ করে ফুটপাতের চাঁদা নিয়ে বিবাদ চরম আকার ধারণ করে। এর জেরেই যাত্রাবাড়ী থানা যুবদলের সহসভাপতি ফাহিম সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী হাবুকে হত্যা করেন। রাজধানীর শাহবাগ থানার শিক্ষা ভবন ক্রসিং এলাকা থেকে বুধবার ফাহিমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মুশফিকুর রহমান ফাহিম (প্রধান আসামি), ফালান ওরফে কানা ফালান, সেলিম, আল আমিন ও সুজন আকন। তারা সবাই এজাহারভুক্ত আসামি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর মিন্টো রোডে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, ১৬ আগস্ট সন্ধ্যায় হাবু যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের নিরালা হার্ডওয়্যারের সামনে পৌঁছালে ফাহিম ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরেন। পরে তারা ছুরি, চাপাতি ও সুইচ গিয়ার চাকু দিয়ে হাবুর ওপর হামলা চালান। ছুরিকাঘাতে হাবু পেটের ডান পাশে আঘাত পান। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ভুক্তভোগীর পরিবার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়।

 

সর্বশেষ খবর