বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
রাজধানী ঢাকা

আবারও ভোগান্তি জলাবদ্ধতায়

নিজস্ব প্রতিবেদক

আবারও ভোগান্তি জলাবদ্ধতায়

রাজধানীতে গতকালও বৃষ্টির জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ে মানুষ -রোহেত রাজীব

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে গতকাল দিনভর বৃষ্টি হয়। কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো হয় ভারী বৃষ্টি। ঘর থেকে বের হওয়া মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আগামী কয়েক দিন এভাবেই থেমে থেমে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

মৌসুমি বায়ুর কারণে গতকাল সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। মাঝে মধ্যে বিরতি দিয়ে সারা দিনই বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। ভাসমান হকার ও খেটেখাওয়া নিম্ন আয়ের মানুষ বেশি দুর্ভোগের শিকার হন। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনে চলাচলকারীদের এক ঘণ্টার পথ অতিক্রম করতে কয়েক ঘণ্টা লেগে যায়। আবার যানবাহন সংকটের কারণে মানুষকে অনেক বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়। অনেকেই বৃষ্টিতে ভিজেই রাস্তায় চলাচল করেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর