বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

তিন ট্রাক ভেজাল কসমেটিক্স সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় তৈরি হতো বিভিন্ন নামি-দামি দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল কসমেটিক্স। ভারত-পাকিস্তানের গায়ের রং ফর্সাকারী ক্রিম, কুমারিকা তেল। কী তৈরি হতো না সেখানে! এই নকল ফ্যাক্টরিতে উৎপাদন করা পণ্য সরবরাহ করা হতো দেশের বিভিন্ন নামি-দামি সুপার স্টোরে। নিখুঁত প্যাকিং এবং প্যাকেজিংয়ের কারণে কেউ বুঝতেই পারত না এগুলো নকল পণ্য। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর রামপুরায় অভিযান চালায়। অভিযানে তিন ট্রাক পণ্য ও মেশিনারিজ জব্দ করে র‌্যাব। এ সময় এই অপরাধে জড়িত থাকার অপরাধে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক রিয়াজুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন। র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ভেজালবিরোধী আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এসব ভেজাল কসমেটিক্সে অত্যধিক পারদ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এগুলোর ব্যবহার ত্বকে ক্যান্সার হওয়ার অন্যতম কারণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল জানিয়েছেন, গত ২০১৯ সাল থেকে তিনি এ অপরাধের সঙ্গে যুক্ত।

মাত্র ১৫ দিন আগে তিনি জামিনে বের হয়েছেন। একই অপরাধের কারণে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন।

 

সর্বশেষ খবর