সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

সাবেক এসপি বাবুলের দুই আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাহমুদা খানম মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের করা দুটি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বাবুলের আবেদন দুটি হচ্ছে হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন এবং ফেনীর কারাগারে তল্লাশির অভিযোগে স্থানীয় ওসির বিরুদ্ধে অভিযোগ। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন্নেছা বেগমের আদালত এ আদেশ দেন।

মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘মিতু হত্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। আদালত মনে করেছেন মিতু হত্যা মামলার আসামি হিসেবে চলমান কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য এ আবেদন করা হয়েছে। তাই আদালত বাবুলের  করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন।’ প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আকতার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। খুনের পাঁচ বছর পর পিবিআইর তদন্তে এ খুনের সঙ্গে বাবুল আকতারের  সংশ্লিষ্টতা উঠে আসে। এরপর ঘুরে যায় আলোচিত এ মামলার তদন্ত। গ্রেফতার করা হয় বাবুল আকতারকে। ওই মামলায় বাবুল বর্তমানে কারাগারে বন্দি। ১৩ সেপ্টেম্বর এ মামলার ২ হাজার ৮৪ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে পিবিআই, যাতে বাবুল আকতারসহ সাতজনকে আসামি করা হয়।

সর্বশেষ খবর