বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খলিল সাভার থেকে গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খলিলুর রহমান র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। গত মঙ্গলবার রাতে সাভার থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব-১৪ ও র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সদস্যরা। গতকাল দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, খলিলুরের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরের নোয়াগাঁও এলাকায়। মামলার নথি অনুযায়ী, তিনি ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি আলবদর বাহিনীতে যোগ দেন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই খলিলুর (৬৮) পালিয়ে ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় হওয়ার পর তিনি সাভারে পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে ২২ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, একজনকে ধর্ষণের চেষ্টা, দুজনকে ক্যাম্পে নির্যাতন, ১৪-১৫টি বাড়িতে লুটপাট ও সাতটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হয়েছে। র‌্যাব জানায়, ২০১৫ সালের ১ এপ্রিল নেত্রকোনার মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। মামলায় ২০১৭ সালের ৩০ জানুয়ারি খলিলুরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অন্য চারজন হলো আজিজুর রহমান, রমজান আলী, আশক আলী ও শাহনেওয়াজ। তারা কারাগারে থাকা কালে মারা যান। ১৩ সেপ্টেম্বর এ মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে খলিলুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খন্দকার আল মঈন বলেন, মামলার তদন্ত শুরু হলে খলিলুর পালিয়ে গিয়ে রাজধানীর দক্ষিণখান, তুরাগ, উত্তরাসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তিনি ঘন ঘন বাসা পরিবর্তন করতেন। গ্রেফতার এড়াতে তিনি মুঠোফোন ব্যবহার করতেন না। মাঝেমধ্যে পরিবারের সদস্যরা গোপনে তার সঙ্গে দেখা করতেন। তারা সব সময় তাকে টাকা দিতেন।

 

সর্বশেষ খবর