লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও ছাত্রদলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বড়খাতা ও সানিয়াজান এলাকায় সংঘর্ষ চলাকালে আশপাশে আতঙ্ক তৈরি হয়।
স্থানীয়রা জানান, বড়খাতা এলাকায় ছাত্রদলের দুই কর্মীকে ছাত্রলীগ মারধর করেছে এমন অভিযোগ তোলে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সানিয়াজান আওয়ামী লীগ অফিসে হামলা চালানোর চেষ্টা চালায়। এ সময় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহমেদ রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদ, সবুজ ও সুজনসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।