শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
আইসিসিবি

ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো শুরু

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো শুরু

আইসিসিবিতে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো-২০২২ -বাংলাদেশ প্রতিদিন

জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, শিপ ব্রেকিং ইকুইপমেন্ট, বন্দর এবং এ সম্পর্কিত বিভিন্ন লজিস্টিক ও টেকনোলজি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো-২০২২ (বাইমক্স)’ চলছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। গতকাল বিকালে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কাল ২২ অক্টোবর এ প্রদর্শনী শেষ হবে। চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক প্রদর্শনী চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম,  নৌ-পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. শামসুল আজিজ, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক কমডোর আবদুল্লাহ আল মাসুস। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলমসহ অন্যরাও এতে অংশ নেন। শিল্পমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ শিপ বিল্ডিং কর্মকাে  আন্তর্জাতিক পরিম লে সুনাম কুড়িয়েছে। জাহাজ নির্মাণ ও রপ্তানি করে বাংলাদেশ জাহাজ নির্মাণকারী জাতি হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। নীতিগত ও আর্থিক বিষয়ে সরকারের অব্যাহত সহায়তা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ১৪টি দেশের ১৬০টিরও বেশি প্রতিষ্ঠান স্টলে তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করছে। শিপ রিসাইক্লিং, অফশোর অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট, শিপিং লজিস্টিক, পোর্ট, ফিশিং ভেসেলস ফিশারি শিপ বিডিং এবং প্রসেস অটোমেশন শীর্ষক বিষয়বস্তু এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের মাধ্যমে স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড বরাবরই দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় স্যান্ডর চতুর্থবারের মতো ফায়ার ওয়ার্কস মিডিয়া গ্রুপের সঙ্গে এ প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনীর মাধ্যমে মেরিটাইম ও অফশোর শিল্পে বাংলাদেশি ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো।

সর্বশেষ খবর