বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপির প্রতিটি ইউনিট সাংগঠনিকভাবে মজবুত

------- শাহজাহান চৌধুরী

বিএনপির প্রতিটি ইউনিট সাংগঠনিকভাবে মজবুত

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘সাংগঠনিক তৎপরতা আমাদের দৈনন্দিন রুটিন ওয়ার্ক। কক্সবাজারে বিএনপির প্রতিটি ইউনিট সাংগঠনিকভাবে খুবই মজবুত। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোতে কাউন্সিলের মাধ্যমে দক্ষ নেতৃত্ব আনা হয়েছে। প্রতিটি ইউনিটে আমাদের মজবুত অবস্থান রয়েছে। আমরা আন্দোলনের জন্য প্রস্তুত। নির্বাচন আমাদের মাথায় নেই। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার না এলে বিএনপি নির্বাচনে যাবে না। পাশাপাশি নির্বাচন কমিশনও পুনরায় নতুন করে      করে গঠন করতে হবে।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, কক্সবাজারসহ দেশের বেশির ভাগ মানুষ আন্দোলনে আমাদের সঙ্গে রয়েছেন। নিরপেক্ষ নির্বাচনেও আমাদের পক্ষে তারা রায় দেবেন। কক্সবাজারের মানুষ বিএনপি তথা ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সুষ্ঠু নির্বাচন হলে কক্সবাজারের চারটি আসনের চারটিতেই বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকলেও কক্সবাজারে দলের অবস্থান যেমন শক্তিশালী, তেমনি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে এ জেলা অক্ষত।

সর্বশেষ খবর