বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভোট না দেওয়ায় নারীকে মারধর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ভোট না দেওয়ায় মরিয়ম বেগম নামে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দেলোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল কুমিল্লার ৮ নম্বর আমলি আদালতের বিচারক মো. ওমর ফারুক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেলোয়ার হোসেন উপজেলার ১৫ নম্বর নবীপুর পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ত্রিশ গ্রামের মৃত. শাহ আলম মেম্বারের ছেলে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এইচ এম আবাদ বলেন, সালিশে এক ভুক্তভোগী নারীকে মারধর করে ভিডিও চিত্র ফেসবুকে ছাড়ার ঘটনায় একটি মামলা হয়। এ ঘটনার পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত মেম্বার দেলোয়ার হোসেন জামিনে ছিলেন। পুলিশ রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন। উল্লেখ্য, পূর্ব বিরোধ এবং গত ইউপি নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগ এনে ২৮ জুন রাতে মুরাদনগর উপজেলার ত্রিশ গ্রামের নারী মরিয়ম বেগমকে কোম্পানীগঞ্জ বাজারে ডেকে আনেন ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। এ সময় এক ব্যবসায়ীর দোকানে সালিশে বসেন। ইউপি সদস্য দেলোয়ার হোসেন তার দলবল নিয়ে ওই নারীকে শ্লীলতাহানিসহ মারধর করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন তার আসনে বসে এসব দৃশ্য দেখেন। মারধরের সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

সর্বশেষ খবর