মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কলকাতায় তিমির মতো বিমান, দেখার জন্য হুড়োহুড়ি

কলকাতা প্রতিনিধি

কলকাতায় তিমির মতো বিমান, দেখার জন্য হুড়োহুড়ি

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল দিনভর সময় কাটিয়েছে অবিকল তিমির মতো দেখতে এক বিশালাকায় বিমান। এটি অবতরণ করেছিল আগেরদিন রাত সাড়ে ১২টায়। অদ্ভুত এই বিমান দেখতে দিনভর বিমানবন্দর ঘিরে হুড়োহুড়ি করেছেন উৎসুক মানুষ। জানা গেছে, এ বিমানের নাম ‘বেলুগা’। তবে উইকিপিডিয়া ঘেঁটে দেখা গেছে, ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাস নির্মিত এ বিমানের আসল নাম ‘এয়ারবেস এ৩০০-৬০০এসটি’। শুধু বিশাল আকারই নয়, এই বিমানের আকৃতি অবিকল তিমির মতো। তিমির মুখের মতোই বিমানের সামনের দিকটা সরু এবং পেটটাও যথারীতি ফোলা। স্বভাবতই তিমির আদলেই তৈরি করা বিশালাকার এ বিমান ‘বেলুগা’র রূপ নজর কাড়ে মানুষের। সে কারণেই গতকাল দিনভর ‘বেলুগা’কে দেখতে উৎসুক মানুষ হুড়োহুড়ি করেছেন। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বেলুগা প্রজাতির তিমির আদলে তৈরি এ বিমানটি। এটি মূলত দেশ-বিদেশের মালপত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয়। অন্য মালবাহী বিমানের চেয়ে আকারে এটি অনেকটাই বড়। ইউরোপ এবং পশ্চিম দুনিয়ায় বেলুগার নিয়মিত যাতায়াত থাকলেও ভারতে ছিল না। সূত্র জানায়, বেলুগা যখন আকাশে ওড়ে, তখন মনে হয় আস্ত তিমি উড়ছে। এটি শনিবার দিনগত রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে। বিশেষ কারণে আমেদাবাদ থেকে কলকাতায় আসে এটি। উদ্দেশ্য ছিল মূলত, জ্বালানি সরবরাহ করা এবং বিমানকর্মীদের বিশ্রাম। গতকাল সারা দিনই কলকাতা বিমানবন্দরেই ছিল বেলুগা। পরে রাত ৯টা নাগাদ থাইল্যান্ডের উদ্দেশে এটি চলে যায়।

 

সর্বশেষ খবর