বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আন্দোলনের মাঠে বিএনপি ঘরে ফেরানো যাবে না

------ আলাল উদ্দিন আলাল

আন্দোলনের মাঠে বিএনপি ঘরে ফেরানো যাবে না

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেছেন, ফেনীতে বিএনপি সবসময় শক্তিশালী ছিল। এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিএনপিতে প্রতিদ্বন্দ্বিতা আছে তবে কোনো কোন্দল নেই। নির্বাচন সামনে রেখে মাঠে নেমে গেছেন তৃণমূলের কর্মীরা। তাদের আর ফেরানো যাবে না। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। আলাল উদ্দিন আলাল বলেন, বৃহত্তর নোয়াখালী এমনিতেই বিএনপির ঘাঁটি। নির্দলীয় সরকার এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা মাঠে আছি ও থাকব। ইনশা আল্লাহ আমরা নিশ্চিত আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরেপেক্ষ হবে। নির্বাচন যদি নিরপেক্ষ হয়, আগামী নির্বাচনে বিএনপি ফেনীর তিনটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফেনীর একটি আসনেও ক্ষমতাসীন দলের জামানত থাকবে না। তিনি বলেন, গুম, খুনসহ কোনো নির্যাতনই জাতীয়তাবাদে আদর্শের সৈনিকদের আর আটকাতে পারবে না। বেগম খালেদা জিয়া ফেনীর অবকাঠামোর অনেক উন্নয়ন করেছেন। তাঁর আমলেই ফেনীতে উন্নয়ন শুরু হয়েছে। তিনি ফেনীতে গার্লস ক্যাডেট কলেজ, কম্পিউটার ইনস্টিটিউট করেছেন। ফেনী বেগম জিয়ার নিজের জেলা হওয়ায় এখানকার মানুষ কখনো বেগম জিয়াকে, ধানের শীষকে নিরাশ করেনি। ভবিষ্যতেও বেগম জিয়ার দলকে ফেনীবাসী নিরাশ করবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর