বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
স্বাচিপের পঞ্চম জাতীয় সম্মেলন

দুই পদে ২২ প্রার্থীর দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি-মহাসচিব পদপ্রত্যাশী ২২ প্রার্থী এর মধ্যেই শুরু করেছেন দৌড়ঝাঁপ। স্বাচিপের কার্যনির্বাহী কমিটি সূত্রে জানা যায়, এবার সম্মেলনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা পেতে পারে স্বাচিপ। স্বাচিপের নেতৃত্বে এবার     আসতে পারে পরিবর্তন। সম্মেলনের তারিখ ঘোষণা হতেই ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সম্মেলনে সভাপতি পদে নাম শোনা যাচ্ছে বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। এ ছাড়া বর্তমান সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এবং মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ উভয়েই সভাপতি পদে প্রার্থী হয়েছেন। রয়েছেন স্বাচিপের সহসভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ডা. রউফ সরদার, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভুঁইয়া। মহাসচিব পদে যাদের নাম উল্লেখযোগ্য তারা হলেন- বিএমএর যুগ্ম মহাসচিব কামরুল হাসান মিলন, অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা. তারিক মেহেদী পারভেজ, স্বাচিপের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. নিহার রঞ্জন সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের ডিন শাহরিয়ার নবী শাকিল, স্বাচিপের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া এবং ডা. জুলফিকার আলী লেলিন, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ, সাংগঠনিক সম্পাদক ডা. কাজল কুমার কর্মকার, বিএমএর দফতর সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, অধ্যাপক শাহাদত হোসেন রিপন। পদ পেতে চলছে জোর লবিং। সম্মেলনের প্রস্তুতি বিষয়ে অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, সম্মেলন সফল করতে সারা দেশ থেকে ২৫-৩০ হাজার চিকিৎসক অংশগ্রহণ করবেন সম্মেলনে। এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর ওপর আস্থাশীল। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নেব। বর্তমানে সারা দেশে স্বাচিপের সদস্য সংখ্যা ১৫ হাজারেরও বেশি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর