২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ডালিয়া মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের অন্য মনোনয়নপ্রত্যাশীরা খুশি হতে না পারলেও মুখে বলছেন দলের সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন। তবে নির্বাচক বিশ্লেষকদের মতে, বিগত নির্বাচনে দলীয় ঐক্য না থাকায় আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে হেরেছিলেন। এবারও সে অনৈক্য থাকলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত। এ কারণে দলের ঐক্য ধরে রাখাই হবে ডালিয়ার জন্য বড় চ্যালেঞ্জ। দলীয় সূত্রে জানা গেছে, দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ২০ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। গতকাল ছিল মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। প্রসঙ্গত, লুৎফা ডালিয়া আইন পেশায় নিয়োজিত। নারীর বিরুদ্ধে সহিংসতাবিরোধী বিভিন্ন সভা-সেমিনারে বক্তা ও সংগঠক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। তিনি রংপুর নাট্যচক্রের সভাপতি ছিলেন। এ ছাড়া রংপুর শিল্পকলা একাডেমির অ্যাডহক কমিটির সদস্য তিনি। একই সঙ্গে রংপুর থিয়েটারেরও সভাপতি। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ ডিসেম্বর রংপুর সিটির ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। পরদিন ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
শিরোনাম
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি
- পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
- প্রথম সরকারি সফরে সৌদিতে ট্রাম্প, স্বাগত জানালেন সালমান
- চার দিনের রিমান্ডে মমতাজ
- স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দম্পতিকে কুপিয়ে মালামাল লুট
- আইপিএল ফেরার দিনই শুরু হচ্ছে পিএসএল
- ‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিল
- ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না : অর্থ উপদেষ্টা
- নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
- মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- ক্লাব বিশ্বকাপ: নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!
- মোহাম্মদপুরে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৬
- সহায়তা পেতে সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ