শিরোনাম
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পা দিয়ে লিখে দাখিল পাস

নাটোর প্রতিনিধি

দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা আছে, তা-ও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধা কৃতকার্য হয়েছে। সে জিপিএ ৩.৮৮ পেয়েছে। সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় রাসেল। সে সিংড়া শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আবদুর রহিম মৃধার ছেলে। রাসেল মৃধা বলে, ‘আমার লেখাপড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান মা-বাবার। পাশাপাশি শিক্ষকরাও সহযোগিতা করেছেন।’ রাসেল মৃধার বাবা আবদুর রহিম মৃধা বলেন, ‘লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করেও পড়ার খরচ জোগাচ্ছি। সরকারের কাছে দাবি, লেখাপড়া শেষে রাসেলকে যেন একটি সরকারি চাকরির ব্যবস্থা করে।’ শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. মোতাররফ হোসেন বলেন, রাসেল বিগত পরীক্ষাগুলোয়ও সাফল্য অর্জন করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর