রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

উৎসবের আমেজে ঢাবি ছাত্রলীগের সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

উৎসবের আমেজে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হলো ঢাবি ছাত্রলীগের এ সম্মেলন। দুপুর থেকে ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে বিভিন্ন হল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে থাকেন নেতা-কর্মীরা। গঠনতন্ত্র অনুযায়ী, দুই বছর পর সম্মেলনের কথা থাকলেও করোনায় তা পিছিয়ে চার বছরে ঠেকে।

এ সম্মেলন উপলক্ষে পুরো ক্যাম্পাসে ছিল সাজ সাজ রব। আর উৎসবের আমেজ। নেতা-কর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস-উদ্দীপনা। বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় সম্মেলন উদ্বোধন করেন। এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয় এ সম্মেলন। পরে ছাত্রলীগের দলীয় সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাস্থলে উপস্থিত হন। এ সময় বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব পল্টনকে আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগ ভয় পায় আপনাদের আগুন সন্ত্রাস, লাঠি মজুদ করাকে। তিনি মির্জা ফখরুলকে বলেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? আর আপনারা ঢাকা দখল করবেন? হায় আল্লাহ! কত বড় সাহস! ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, চিন্তার কোনো কারণ নেই। আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলনের পর কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং মহানগরের (উত্তর-দক্ষিণ) কমিটি ঘোষণা করা হবে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় তার বক্তৃতায় জানান, ঢাবি ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী ২৪৫ নেতা সিভি জমা দিয়েছেন। সবকিছু বিবেচনা করে যোগ্যতার ভিত্তিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

সর্বশেষ খবর