রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নড়াইলে হত্যা তবলাবাদককে

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিশ্বকাপ ফুটবল খেলার সময় কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে স্বাগতম বৈরাগী ওরফে ছোট বৈরাগী (২৫) নামে এক যুবককে। তিনি স্থানীয় কীর্তন দলের তবলা বাদক ছিলেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বাগতম বৈরাগী ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোলপুর গ্রামের বিধানের মোড়ে গোবিন্দ বিশ্বাসের চায়ের দোকানে বসে টিভিতে নিয়মিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত ব্রাজিল-ক্যামেরুনের মধ্যকার খেলা দেখার উদ্দেশে গ্রামের যুবক বন্ধুরা পিকনিকের আয়োজন করেন। এর আগে কালিপূজায় প্রতিমা বিসর্জনে যাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই বন্ধু স্বাগতম বৈরাগী ওরফে ছোট বৈরাগী ও পিন্টুু বিশ্বাসের মধ্যে মনোমালিন্য হয়। সেই থেকে স্বাগতম বৈরাগীর সঙ্গে পিন্টু বিশ্বাসের পূর্বশত্রুতা চলছিল। বিশ্বকাপ ফুটবল খেলা দেখা উপলক্ষে আয়োজিত পিকনিকে দুই বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। শুক্রবার রাত ১০টার পর পিকনিকের খাওয়া-দাওয়া শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছিলেন ওই চায়ের দোকানে। এ সময় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য অপেক্ষমাণ টিভি দর্শকরা ব্রাজিলের খেলা শুরুর আগে সময় কাটানোর জন্য তাস খেলার ইচ্ছা পোষণ করেন। পিন্টু বিশ্বাসের কাছে স্বাগতম বৈরাগীর একসেট তাস রাখা ছিল। ওই তাসসেট চাইলে সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পিন্টুু জানায়। তুচ্ছ এ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় পিন্টুু বিশ্বাস বাড়ি থেকে ধারালো ছুরি নিয়ে এসে সহযোগী বন্ধুদের সহযোগিতায় স্বাগতম বৈরাগীর বুকে-পেটে এবং ঘাড়ে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক পিন্টু বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস, বন্ধু আকাশ বিশ্বাস, দীপ্ত বিশ্বাস ও সুমন ঠাকুরকে আটক করেছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর