নড়াইলে বিশ্বকাপ ফুটবল খেলার সময় কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে স্বাগতম বৈরাগী ওরফে ছোট বৈরাগী (২৫) নামে এক যুবককে। তিনি স্থানীয় কীর্তন দলের তবলা বাদক ছিলেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বাগতম বৈরাগী ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোলপুর গ্রামের বিধানের মোড়ে গোবিন্দ বিশ্বাসের চায়ের দোকানে বসে টিভিতে নিয়মিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত ব্রাজিল-ক্যামেরুনের মধ্যকার খেলা দেখার উদ্দেশে গ্রামের যুবক বন্ধুরা পিকনিকের আয়োজন করেন। এর আগে কালিপূজায় প্রতিমা বিসর্জনে যাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই বন্ধু স্বাগতম বৈরাগী ওরফে ছোট বৈরাগী ও পিন্টুু বিশ্বাসের মধ্যে মনোমালিন্য হয়। সেই থেকে স্বাগতম বৈরাগীর সঙ্গে পিন্টু বিশ্বাসের পূর্বশত্রুতা চলছিল। বিশ্বকাপ ফুটবল খেলা দেখা উপলক্ষে আয়োজিত পিকনিকে দুই বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। শুক্রবার রাত ১০টার পর পিকনিকের খাওয়া-দাওয়া শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছিলেন ওই চায়ের দোকানে। এ সময় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য অপেক্ষমাণ টিভি দর্শকরা ব্রাজিলের খেলা শুরুর আগে সময় কাটানোর জন্য তাস খেলার ইচ্ছা পোষণ করেন। পিন্টু বিশ্বাসের কাছে স্বাগতম বৈরাগীর একসেট তাস রাখা ছিল। ওই তাসসেট চাইলে সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পিন্টুু জানায়। তুচ্ছ এ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় পিন্টুু বিশ্বাস বাড়ি থেকে ধারালো ছুরি নিয়ে এসে সহযোগী বন্ধুদের সহযোগিতায় স্বাগতম বৈরাগীর বুকে-পেটে এবং ঘাড়ে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক পিন্টু বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস, বন্ধু আকাশ বিশ্বাস, দীপ্ত বিশ্বাস ও সুমন ঠাকুরকে আটক করেছে পুলিশ।
শিরোনাম
- ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৪৭ জন
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি
- পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
- প্রথম সরকারি সফরে সৌদিতে ট্রাম্প, স্বাগত জানালেন সালমান
- চার দিনের রিমান্ডে মমতাজ
- স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দম্পতিকে কুপিয়ে মালামাল লুট
- আইপিএল ফেরার দিনই শুরু হচ্ছে পিএসএল
- ‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিল
- ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না : অর্থ উপদেষ্টা
- নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
- মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- দক্ষিণ আফ্রিকার সঙ্গে মহারণের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- ক্লাব বিশ্বকাপ: নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!