রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৩৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

সবচেয়ে ভালোমানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে এখন ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৭ হাজার ২৪৭ টাকা। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ৮০ হাজার ৩৬৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হবে। যা আগে ছিল ৬৮ হাজার ৯৩৪ টাকা। এ মানের স্বর্ণ ভরিতে বেড়েছে ২ হাজার ৪৫০ টাকা।

এ ছাড়া সনাতনী স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ৫৯ হাজার ৪৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ৫৬ হাজার ৬৮৭ টাকা। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১ হাজার ২২৫ টাকা। তবে সনাতন রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর