ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে রবিবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া জেলার মহেশপুর থেকে চারটি পেট্রোল বোমা ও তিনটি ককটেল এবং হরিনাকুণ্ডু থেকে পাঁচটি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পৃথক তিনটি ঘটনায় পুলিশ মামলা করেছে। কালীগঞ্জে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জন এবং মহেশপুর ও হরিনাকুণ্ডু উপজেলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে তিনটি পৃথক ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসব বিষয় নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
কালীগঞ্জ থানার ওসি আবদুর রহিম মোল্লা জানান, বারোবাজার আওয়ামী লীগ কার্যালয়ে বসে চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা টিভিতে খেলা দেখছিলেন। এ সময় রাত ১০টার পর দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিভিতে গিয়ে লেগে সেটি ভেঙে যায়। এতে কেউ হতাহত হয়নি। মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া জানান, রাত ১টার দিকে একজন পথচারী মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পৌরসভার মহিলা কলেজের পাশে রাস্তায় একটি লাল ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে দেখতে পান ওই ব্যাগের মধ্যে লাল স্কচটেপ জড়ানো কয়েকটি কৌটা। ওই লোকটি জানালে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে উদ্ধার বোমা নিরাপদে রাখা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিষ্ক্রিয় করবে। হরিনাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পৌরসভাধীন বৈঠাপাড়া গ্রাম থেকে একটি ব্যাগভর্তি লাল স্কচটেপ জড়ানো বোমাগুলো উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে।