সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকা লিট ফেস্ট শুরু ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ জানুয়ারি শুরু হতে যাচ্ছে দশম ঢাকা লিট ফেস্ট। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী লিট ফেস্ট চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্ট-এর তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার, কে আনিস আহমেদ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেলসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা লিট ফেস্ট-এর উদ্বোধন হবে এদিন সকাল ১০টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কে এম খালিদ, নোবেল বিজয়ী লেখক আবদুলরাজাক গুরনাহ, লেখক আমিতাভ ঘোষসহ আরও অনেকে। চার দিনের এই উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন পাঁচটি মহাদেশের পাঁচ শর বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। চার দিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু, তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।

সর্বশেষ খবর