রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১৭ দল নিয়ে নতুন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির নেতৃত্বে ১৭ দল নিয়ে নির্বাচনী জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ আত্মপ্রকাশ করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর সভাপতিত্বে অনুষ্ঠানে এ নির্বাচনী জোট ঘোষণা করা হয়। ছালু বলেন, গণতন্ত্র বিকাশ মঞ্চ আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। নতুন জোটের শরিক দলগুলো হলো- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি), বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি), গণমুক্তি পার্টি, বাংলাদেশ পল্লি উন্নয়ন পার্টি, বাংলাদেশ ন্যায়বিচার পার্টি, ইসলামিক ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পার্টি, বাংলাদেশ আইডিয়াল পার্টি এবং  বাংলাদেশ জনকল্যাণ পার্টি। এ সময় দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর