শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নড়াইলে সুলতান মেলার দোকানে ভাঙচুর

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান মেলায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, চাঁদা না দেওয়ায় মেলার দুই ফুসকার দোকানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দোকান মালিকসহ আট কর্মচারী আহত হন। এ ঘটনায় দোকানের মালিক মনসুর রানা বাদী হয়ে পাঁচজনসহ অজ্ঞাত আটজনের নামে সদর থানায় গতকাল সকালে মামলা করেন। পুলিশ মামলার আসামি দক্ষিণ নড়াইলের নাছির উদ্দিনের ছেলে বিনতে হাবিব বর্ষণ ও কামাল মোল্যার ছেলে অনিক মোল্যাকে গ্রেফতার করেছে।

মামলার বাদী জানান, সুলতান মেলায় দোকান দেওয়ার শুরু থেকে আমার কাছে জয়, মিজান, বর্ষণ, অনিকসহ অজ্ঞাত আট-নয়জন ১০ হাজার টাকা দাবি করে আসছিল। দিতে রাজি না হওয়ায় আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় তারা।

বুধবার সন্ধ্যায় আমার দোকানে হামলা-ভাঙচুর করে ৫০-৬০ হাজার টাকার ক্ষতি করে তারা। এ সময় আমিসহ দোকানের কর্মচারী নাজমুল, মাহফুজার, ডিপজল, জিহাদ, রানাসহ আটজন আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনায় জড়িত অভিযোগে বর্ষণ, অনিককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য জড়িতদেরও গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর