শিরোনাম
শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বান্দরবানে পাঁচ জঙ্গি গ্রেফতার : র‌্যাব

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি ও রোয়াংছড়ির কয়েকটি দুর্গম এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর বিশেষ অভিযানে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সামরিক সদস্য ধরা পড়েছেন। বুধবার বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি দুর্গম পাহাড়ি এলাকাগুলোয় এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে থানচি থেকে তিনজন ও রোয়াংছড়ি থেকে দুজনকে আটক করা হয়।

গতকাল সকালে বান্দরবান শহরের মেঘলাস্থ র‌্যাব-১৫-এর লিয়াজোঁ ক্যাম্পে গ্রেফতার জঙ্গিদের সাংবাদিকদের সামনে নিয়ে আসা হয়। পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে ব্রিফ করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম উইংয়ের পরিচালক কমান্ডার আল মুঈন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোয়াংছড়ি ও থানচি উপজেলার সম্ভাব্য এলাকাগুলোয় অভিযান চালিয়ে নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ (৩০), সালেহ আহমেদ ওরফে সাইহা (২৭), সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন (৩০), মো. বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ (২১) ও ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লালকে (১৭) গ্রেফতার করা হয়। কমান্ডার আল মুঈন জানান, আমরা জেনেছি ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’ বা ‘কেএনএফ’-এর প্রধান নাথান বম জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আমির আনিসুর রহমান মাহমুদের সঙ্গে সমন্বয় করে এই জঙ্গি প্রশিক্ষণ তত্ত্বাবধান করে আসছেন। ‘কেএনএফ’-এর সামরিক কমান্ডার হচ্ছেন কথিত ব্রিগেডিয়ার জেনারেল ভাংচুং লিয়ান বম। এসব তথ্য গুরুত্ব দিয়ে বিবেচনায় এনে আমরা অভিযান পরিচালনা করছি। পার্বত্য চট্টগ্রামে জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্ক ভেঙে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে। গত বছর সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি অভিযান চালিয়ে কুমিল্লা থেকে নিখোঁজ আট তরুণের মধ্যে তিনজনসহ নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩১ সদস্যকে এবং জঙ্গি সংগঠনকে সহায়তা ও সামরিক প্রশিক্ষণ দেওয়া কেএনএফের ১৪ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

অন্যদেরও শিগগিরই গ্রেফতার করা যাবে বলে জানান আল মুঈন। ব্রিফিংকালে র‌্যাবের অন্যান্য বিভাগের পরিচালকরাও উপস্থিত ছিলেন।

র‌্যাব-১৫ সূত্র জানান, গ্রেফতার পাঁচজনকে রাঙামাটি পুলিশে সোপর্দ করা হবে।

সর্বশেষ খবর