মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জরুরি রোগীরা চিকিৎসা সুবিধা পাবে

ডা. মুশতাক হোসেন

জরুরি রোগীরা চিকিৎসা সুবিধা পাবে

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময় পর চিকিৎসকদের চেম্বার করার বিষয়টি ইনস্টিটিউশনাল প্র্যাকটিস হিসেবে পরিচিত। এতে হাসপাতালে ভর্তি রোগীদের জরুরি ভিত্তিতে সেবা পাওয়া সহজ হবে।

বিকালে যদি কোনো রোগীর পরিস্থিতি খারাপ হয় তাহলে বিকাল হলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে আসতে পারবেন, প্রয়োজনীয় সেবা দিতে পারবেন। প্রাইভেট প্র্যাকটিসের পরিসরকে সরকারি চিকিৎসাসেবার    সঙ্গে সঙ্গতিপূর্ণ করার প্রয়াস এটা। বারডেমে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও আংশিক চালু আছে। এই পদ্ধতি অন্যান্য জায়গায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসকরা হাসপাতাল প্রাঙ্গণে থাকলে বিকাল কিংবা সন্ধ্যায় কোনো রোগীকে নিয়ে জরুরি মিটিং করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হলে তা সম্ভব হবে। ডা. মুশতাক হোসেন আরও বলেন, একেক দেশে একেক পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা চলে। বিভিন্ন দেশে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার পদ্ধতি নেই। কিন্তু আমাদের দেশে চিকিৎসক স্বল্পতাসহ নানা কারণে রোগীদের সেবা দিতে প্রাইভেট প্র্যাকটিস চালু হয়েছে। আমাদের দেশে মানুষের ঝাড়, ফুঁসহ নানা কুসংস্কারে আগ্রহ ছিল। তাদের আধুনিক চিকিৎসার আওতায় আনতে প্রাইভেট প্র্যাকটিস জরুরি ছিল। এখন দেশের অধিকাংশ মানুষ আধুনিক চিকিৎসায় অভ্যস্ত হয়েছে। সরকারি চিকিৎসায় যারা নিয়োজিত তাদের আস্তে আস্তে প্রাইভেট প্র্যাকটিস থেকে সরিয়ে শিক্ষা গবেষণায় নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। সেটার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হতে পারে সরকারি চিকিৎসকদের নির্দিষ্ট কাজের সময় শেষে হাসপাতালেই রোগী দেখা।

সর্বশেষ খবর