মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা

শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ১৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

আন্দোলনরতদের দাবি, পুলিশের লাঠিচার্জে ১৫ জন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে আলোচনা করে তারা সড়কের একপাশে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বেলা একটার দিকে তারা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হয়ে স্মারকলিপি জমা দিতে চাইলে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীদের এই আন্দোলনের আহ্বায়ক আলভী মাহমুদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছিলাম। এ সময় পুলিশ এসে আমাদের বাধা দেয়। তারা আমাদের প্রায় ২-৩ ঘণ্টা আটকে রাখে। একপর্যায়ে আমাদের মারধর শুরু করে। তিনি বলেন, দাবি আদায়ে আরও জোরালো আন্দোলন চালিয়ে যাব আমরা। শাহবাগ থানা পুলিশের ইন্সপেক্টর শেখ আবুল বাসার এ প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীরা সবাই সচিবালয়ে যেতে চাইলে বাধা দেই, তাদের বলি একটি প্রতিনিধি দল যাওয়ার জন্য। কিন্তু তারা সবাই সেখানে যেতে চান, সেটা সম্ভব নয়। এরপর আমরা তাদের রাস্তা বন্ধ না করে অবস্থান কর্মসূচি করতে বলি। কিন্তু রাস্তা বন্ধ করে তারা অবস্থান কর্মসূচি করলে জনভোগান্তি তৈরি হয়। পরে আমরা তাদের সরিয়ে দেই। এ সময় কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে।

সর্বশেষ খবর