মাত্র ১০ কিলোমিটার মহাসড়কের দুরবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ যাত্রীরা। বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর ব্রিজের ঢাল থেকে মহিপুর সেতুর সংযোগস্থল সড়ক পর্যন্ত এই ১০ কিলোমিটারে অসংখ্য খানাখন্দ আর গর্তে ভরা। সমুদ্রসৈকত কুয়াকাটা পর্যটন কেন্দ্রে পর্যটক উৎসাহিত করতে মহাসড়কের এই ১০ কিলোমিটার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে সড়ক বিভাগ থেকে এই মহাসড়কের দুরবস্থার বিষয়ে জানিয়েছে অবাক করা তথ্য। এক ঠিকাদারের মামলার কারণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় ৯ বছর ধরে গুরুত্বপূর্ণ মহাসড়কের ওই ১০ কিলোমিটার পুনর্নির্মাণ করতে পারছে না সড়ক বিভাগ। জোড়াতালি দিয়ে কোনোমতে যানবাহন চলাচল টিকিয়ে রাখার চেষ্টা করছে তারা। সড়ক পথে বরিশাল থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতের দূরত্ব ১১৫ কিলোমিটার। প্রয়োজনের তুলনায় প্রশস্ততা কম হলেও বরিশাল থেকে পটুয়াখালীর হাজীপুর পর্যন্ত ৯৫ কিলোমিটার এবং মহিপুর থেকে কুয়াকাটা পর্যন্ত ১০ কিলোমিটার মহাসড়ক মোটামুটি ভালো এবং চলাচলের উপযোগী। পাশাপাশি দুটি যান চলাচল করতে পারে অনায়াসে। মাঝখানের হাজীপুর থেকে পাখিমারা হয়ে মহিপুর পর্যন্ত ১০ কিলোমিটার খানাখন্দে ভরা। দূরপাল্লার পর্যটকবাহী এবং হালকা যানগুলো ওই সড়কে চলতে মারাত্মক সমস্যায় পড়ছে। দ্রুত গতির যানগুলোর চাকা হঠাৎ হঠাৎ গর্তে পড়ে দুর্ঘটনার উপক্রম হয়। একই মহাসড়কে বাস-ট্রাক, নসিমন-ভটভটি, ট্রলি, বাইসাইকেল ও পথচারী চলাচল করায় গর্ত এড়িয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছেন যান চালকরা। মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এ পথে যানবাহনের চাকা ফেটে যায়, ভেঙে যায় স্প্রিং-পাতিও। ট্যাংক লরি চালক মো. বেলাল জানান, তরল জ্বালানি বোঝাই লরি খানাখন্দে পড়লে কাত হয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। লরি কাত হয়ে জ্বালানি তেল পড়ে গেলে ভয়াবহ বিপর্যয় হতে পারে। মহাসড়কটির দুরবস্থার বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন, এক ঠিকাদারের মামলার কারণে গত ৯ বছর ধরে ওই মহাসড়কের পাখিমারার ১০ কিলোমিটার পুনর্নির্মাণ করা যায়নি। বার্ষিক মেইটেন্যান্স বরাদ্দ দিয়ে কোনো মতে খানাখন্দ মেরামত করে যান চলাচল সচল রাখার চেষ্টা করা হচ্ছে। সেখানে সড়ক উন্নয়নে আদালতের নিষেধাজ্ঞা আছে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
বরিশাল-কুয়াকাটা
ভোগান্তি যত ১০ কিলোমিটারে
রাহাত খান, বরিশাল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর