মাত্র ১০ কিলোমিটার মহাসড়কের দুরবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ যাত্রীরা। বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর ব্রিজের ঢাল থেকে মহিপুর সেতুর সংযোগস্থল সড়ক পর্যন্ত এই ১০ কিলোমিটারে অসংখ্য খানাখন্দ আর গর্তে ভরা। সমুদ্রসৈকত কুয়াকাটা পর্যটন কেন্দ্রে পর্যটক উৎসাহিত করতে মহাসড়কের এই ১০ কিলোমিটার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে সড়ক বিভাগ থেকে এই মহাসড়কের দুরবস্থার বিষয়ে জানিয়েছে অবাক করা তথ্য। এক ঠিকাদারের মামলার কারণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় ৯ বছর ধরে গুরুত্বপূর্ণ মহাসড়কের ওই ১০ কিলোমিটার পুনর্নির্মাণ করতে পারছে না সড়ক বিভাগ। জোড়াতালি দিয়ে কোনোমতে যানবাহন চলাচল টিকিয়ে রাখার চেষ্টা করছে তারা। সড়ক পথে বরিশাল থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতের দূরত্ব ১১৫ কিলোমিটার। প্রয়োজনের তুলনায় প্রশস্ততা কম হলেও বরিশাল থেকে পটুয়াখালীর হাজীপুর পর্যন্ত ৯৫ কিলোমিটার এবং মহিপুর থেকে কুয়াকাটা পর্যন্ত ১০ কিলোমিটার মহাসড়ক মোটামুটি ভালো এবং চলাচলের উপযোগী। পাশাপাশি দুটি যান চলাচল করতে পারে অনায়াসে। মাঝখানের হাজীপুর থেকে পাখিমারা হয়ে মহিপুর পর্যন্ত ১০ কিলোমিটার খানাখন্দে ভরা। দূরপাল্লার পর্যটকবাহী এবং হালকা যানগুলো ওই সড়কে চলতে মারাত্মক সমস্যায় পড়ছে। দ্রুত গতির যানগুলোর চাকা হঠাৎ হঠাৎ গর্তে পড়ে দুর্ঘটনার উপক্রম হয়। একই মহাসড়কে বাস-ট্রাক, নসিমন-ভটভটি, ট্রলি, বাইসাইকেল ও পথচারী চলাচল করায় গর্ত এড়িয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছেন যান চালকরা। মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এ পথে যানবাহনের চাকা ফেটে যায়, ভেঙে যায় স্প্রিং-পাতিও। ট্যাংক লরি চালক মো. বেলাল জানান, তরল জ্বালানি বোঝাই লরি খানাখন্দে পড়লে কাত হয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। লরি কাত হয়ে জ্বালানি তেল পড়ে গেলে ভয়াবহ বিপর্যয় হতে পারে। মহাসড়কটির দুরবস্থার বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন, এক ঠিকাদারের মামলার কারণে গত ৯ বছর ধরে ওই মহাসড়কের পাখিমারার ১০ কিলোমিটার পুনর্নির্মাণ করা যায়নি। বার্ষিক মেইটেন্যান্স বরাদ্দ দিয়ে কোনো মতে খানাখন্দ মেরামত করে যান চলাচল সচল রাখার চেষ্টা করা হচ্ছে। সেখানে সড়ক উন্নয়নে আদালতের নিষেধাজ্ঞা আছে।
শিরোনাম
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
বরিশাল-কুয়াকাটা
ভোগান্তি যত ১০ কিলোমিটারে
রাহাত খান, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর