শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ডলার সংকটে খুব একটা প্রভাব ফেলবে না

ড. সালেহউদ্দিন আহমেদ

ডলার সংকটে খুব একটা প্রভাব ফেলবে না

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এটা ইতিবাচক যে, ঋণ অনুমোদনের ৪৮ ঘণ্টার মধ্যে তারা প্রথম কিস্তি ছাড়ও করেছে। এটা আমাদের জন্য বেশ ইতিবাচক। বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটা ইতিবাচক বার্তাই যাবে। এতে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) অন্য উন্নয়ন-সহযোগীরাও উৎসাহিত হবে, যা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে এক ধরনের আশার সঞ্চার করবে। তবে ডলার সংকট এখনই কেটে যাবে এমনটা নয়। ব্যালেন্স অব পেমেন্টেও খুব একটা প্রভাব ফেলবে না এ ঋণ। কিন্তু এই সংকটের মধ্যে এটার খুব প্রয়োজন ছিল। আইএমএফ তো একটা মানদণ্ড মেনেই ঋণ কর্মসূচি চালায়। তারা অনেক কিছু হিসাব করে। অর্থনীতির গভীরতা, সক্ষমতা, ঝুঁকি মোকাবিলার সক্ষমতা এসবও তারা বিবেচনা করে। অর্থাৎ আমরা মোটামুটি সঠিক পথেই আছি। যেমন শ্রীলঙ্কায় কিন্তু যায়নি আইএমএফ। আমাদের কাছে এসেছে। এর মানে এটা প্রমাণ করে যে, আমরা সংকটের মধ্যেও অনেকটা ভালো আছি। কিন্তু একটা বিষয় খুবই জরুরি, আইএমএফ যেসব সংস্কারের কথা বলেছে সেগুলোতে আমাদের জোর দিতে হবে। সংস্কারমূলক কাজগুলো করতে পারলে অর্থনীতির ভিত আরও শক্তিশালী হবে। বিশেষ করে ব্যাংক খাতের আমাদের যে বদনামটা আছে, যেমন খেলাপি ঋণ, ঋণে অনিয়ম-এগুলো কমাতে হলে কাঠামোগত সংস্কার কিন্তু আনতেই হবে। আর আইএমএফের ঋণের বাকি কিস্তিগুলো পেতে হলে তো এসব সংস্কারে হাত দিতেই হবে। তবে তারা ভর্তুকি কমানোর ব্যাপারে যে শর্ত দিয়েছে সেটি তো আর গণহারে করা যাবে না। যেমন কৃষি খাতে তো আমাদের ভর্তুকি রাখতেই হবে। সরকারও অবশ্য এ ব্যাপারে অনড় অবস্থানেই রয়েছে। এটাও একটা ভালো দিক বলে তিনি মনে করেন।

 

 

সর্বশেষ খবর