শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্যবসায়ীকে হাতুুড়িপেটার পর কিশোরকে ছুরিকাঘাত

বেপরোয়া আশিক গ্যাং

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীকে হাতুুড়িপেটার পর কিশোরকে ছুরিকাঘাত

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় গত ৩০ জানুয়ারি রাজধানীর পল্লবী এলাকার এক পাঞ্জাবি ব্যবসায়ীকে হাতুড়িপেটা করার অভিযোগ ওঠে কিশোর আশিক গ্যাংয়ের বিরুদ্ধে। সেই অভিযোগের পর এক কিশোরকে কিল, ঘুসি ও ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে ওই গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। আহত কিশোরের নাম সায়েদ হোসেন (১৮)। সে রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা।

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বর, ব্লক-এ, রোড-৩ এর বটগাছের সামনে হামলার শিকার হয় সায়েদ। গালিগালাজের প্রতিবাদ করায় সায়েদকে আশিক গ্যাংয়ের সদস্যরা পিটিয়ে ও ছুরি মেরে আহত করেছে বলে দাবি তার বড় ভাই মো. মোস্তফা জামানের (৩৭)।

গতকাল রাতে পল্লবী থানায় চারজনের নামে ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন তিনি। মামলার আসামি করা হয়েছে গ্যাং লিডার আশিক (২০), হাসান (২৪), নাহিদ (১৮), রিয়াদ (২২) ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, পাঞ্জাবি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে যদি কোনো ঘটনা ঘটে থাকে সে ব্যাপারেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর