শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রবাসী যাত্রী পরিবহনের প্রাইভেট কারে ফেনসিডিল পাচার

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী যাত্রী পরিবহনের প্রাইভেট কারের মাধ্যমে ফেনসিডিল পাচারের অভিযোগে সোহেল রানা নামে এক চালককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাপ্তানবাজার থেকে তাকে আটক করা হয় বলে গতকাল র‌্যাব-৩ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটকের সময় তার প্রাইভেট কার থেকে ৫৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৬২ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করেছে র‌্যাব।

আটক রানার দেওয়া তথ্য মতে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নারায়ণগঞ্জে ফেনসিডিলের চালানটি পৌঁছে দেওয়ার জন্য এক ব্যক্তির সঙ্গে তার চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিমানবন্দর থেকে কুমিল্লার উদ্দেশে ফেনসিডিলের চালান আনতে প্রাইভেট কার নিয়ে রওনা করে। পরে চৌদ্দগ্রাম থেকে ফেনসিডিল ভর্তি বস্তা প্রাইভেট কারের পেছনের অংশে বিশেষ কায়দায় লোড করে। এরপর নারায়ণগঞ্জের এক ব্যক্তির কাছে ফেনসিডিল সরবরাহের উদ্দেশে যাত্রা করে। র‌্যাব জানায়, সোহেল রানা ভাড়ায় প্রাইভেট কার চালায়। সে প্রাইভেট কারে যাত্রী পরিবহনের আড়ালে মাদকের কারবার করে থাকে। এ কাজ ঝামেলামুক্তভাবে পরিচালনার জন্য রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যায়। আবার মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেয়। সাধারণত প্রবাসী যাত্রী পরিবহনে ব্যবহৃত গাড়িগুলো প্রশাসন একটু অন্য নজরে দেখে। এই সুযোগে অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে সোহেল রানার মতো এক শ্রেণির চালক।

সর্বশেষ খবর