মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গভীর রাতে বাবাকে হত্যা করে ইঞ্জিনিয়ার ছেলের আত্মসমর্পণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকায় বাবাকে কুপিয়ে হত্যা শেষে ইঞ্জিনিয়ার ছেলে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন! পরিবারসহ স্থানীয়রা বলছেন, মানসিক সমস্যা রয়েছে অভিযুক্তের। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন। আত্মসমর্পণ করা গোলাম আজম পৌর শহরের ফজলে হকের ছেলে। তিনি রুয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।

পুলিশ জানান, রাত ২টার দিকে থানায় এসে বাবাকে খুনের বিষয়টি স্বীকার করেন ছেলে গোলাম আজম। পরে তাকে আটক করা হয়। তাৎক্ষণিক তার দেওয়া তথ্য মতে বাড়িতে গিয়ে ফজলে হকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, রাতে সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এদিকে রাত ২টার দিকে থানায় আসেন নিহত ফজলে হকের ছেলে ইঞ্জিনিয়ার গোলাম আজম। তিনি নিজেই তার বাবাকে হত্যা করেছেন বিষয়টি স্বীকার করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে বাড়িতে গিয়ে ফজলে হকের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর