মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উপচে পড়া ভিড়

মোস্তফা মতিহার

উপচে পড়া ভিড়

আজ মঙ্গলবার মেলার শেষ দিন। আগের দিন হিসেবে গতকাল মেলাপ্রাঙ্গণে ছিল দর্শনার্থীর উপচে পড়া ভিড়। টিএসসি সংলগ্ন প্রবেশপথ ও রমনা কালীমন্দির সংলগ্ন প্রবেশপথে সুশৃঙ্খলভাবে দীর্ঘলাইনে দাঁড়িয়ে এদিন মেলায় প্রবেশ করেছেন বইপ্রেমী ও দর্শনার্থীরা।

এদিকে নিরাপত্তার নামে পুলিশের বাড়াবাড়ি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। নিরাপত্তার দোহাই দিয়ে পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন গেটটি বন্ধ রাখার কারণে রামপুরা, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর ও মৎস্য ভবন এলাকা দিয়ে আগতরা মেলায় প্রবেশ করতে না পেরে ফিরে যেতে বাধ্য হন। ক্ষোভ প্রকাশ করে বেশ কয়েকজন দর্শনার্থী বলেন, পুলিশ গেটটি বন্ধ রেখে সেখানে বসে বসে মোবাইলে গান শুনছে, ভিডিও গেম খেলছে ও ভিডিও দেখছে। দর্শনার্থীরা অনুরোধ করার পর অনেক পুলিশ সদস্য তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তবে পুলিশ সদস্যরা জানান, নিরাপত্তার কারণে তারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেটটি বন্ধ রেখেছেন।

নতুন বই : গতকাল ২৭তম দিনে মেলায় নতুন বই আসে ১৫৮টি। এর মধ্যে রয়েছে গল্পের বই ২৪টি, উপন্যাস ৯, প্রবন্ধ ৯, কবিতার বই ৬৭, গবেষণার ৭, ছড়ার ২, জীবনী ৬, রচনাবলি ৩, মুক্তিযুদ্ধ ৩, নাটক ৩, বিজ্ঞান বিষয়ক ২, ভ্রমণের ২, ইতিহাসের ৩, রাজনীতি ১, চি./স্বাস্থ্যবিষয়ক ২, বঙ্গবন্ধুবিষয়ক ৩, রম্য/ধাঁধার ১, ধর্মীয় ২, অনুবাদের ৪, অভিধান ১, সায়েন্সফিকশন ১ ও অন্যান্য বিষয়ের ওপর ৩টি। গত ২৭ দিনে এবারের মেলায় মোট নতুন বই প্রকাশ পেয়েছে ৩ হাজার ৪৩৭টি।

মূল মঞ্চ : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বিশ্ববাঙালির সাহিত্য’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আলম খোরশেদ। সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন এ এফ এম হায়াতুল্লাহ, আ-আল মামুন এবং জসিম মল্লিক।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রোকেয়া ইসলাম, শেখর বরণ, সৌম্য সালেক, খসরু পারভেজ, সুবর্ণ আদিত্য, জান্নাতুল ফেরদৌসী এবং থিউফিল নকরেক। আবৃত্তি করেন সাইমুন আনজুম ইভান, সিদ্দিকুর রহমান পারভেজ, অনন্যা রেজওয়ানা এবং ফারহানা তৃর্ণা। এ ছাড়া ছিল মিলন কান্তি দের রচনা ও নির্দেশনায় দেশ অপেরা যাত্রাপালার পরিবেশনা ‘বঙ্গবন্ধুর ডাকে’। এতে এককসংগীত পরিবেশন করেন ডা. রেজাউর রহমান, মো. আলী হোসাইন, মীর তারিকুল ইসলাম, পল্লবী সরকার মালতী, ঝরনা রায় ভাবনা, মুন্নি কাদের, আঁখি আলম, আরিফ বাউল, কামাল আহমেদ, মো. আরিফুর রহমান চৌধুরী।

হুমায়ুন আজাদ স্মরণ : বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী চক্রের সন্ত্রাসী হামলার বার্ষিকীতে ‘হুমায়ুন আজাদের দিবসের ডাক- পাইরেসিমুক্ত বইমেলা চাই’- প্রতিপাদ্যে হুমায়ুন আজাদকে স্মরণ করেন লেখক-পাঠক-প্রকাশকরা। গতকাল বিকাল ৫টায় বাংলা একাডেমির বর্ধমান হাউসের তথ্যকেন্দ্রের সামনে আয়োজিত এ সভার শুরুতে তাঁর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আগামী প্রকাশনীর নির্বাহী ওসমান গনির সভাপতিত্বে স্মরণানুষ্ঠানে বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, আসলাম সানী, মোহন রায়হান, অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, হুমায়ুন আজাদের ভাই সাজ্জাদ কবীর, বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর