শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

সালাম দিয়ে ছিনতাই পার্টির চারজন আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফুটপাত দিয়ে একা হেঁটে বা রিকশায় গন্তব্যে যাচ্ছেন- এমন সময় একজন আপনাকে সালাম দিল। আশপাশের লোকজন মনে করবেন, সালাম দেওয়া লোকটি হয়তো আপনার পরিচিত। এদিকে কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন আপনাকে ঘিরে ধরবে। চাকু বা ছোরা ঠেকিয়ে আপনার সঙ্গে থাকা মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে চলে যাবে। চিৎকার-চেঁচামেচি করলেই আঘাত করবে। সালাম দিয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করাই তাদের পেশা। এই ‘সালাম পার্টির’ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. ওমর, মো. উজ্জ্বল হোসেন তালুকদার, মো. মিজান ও মো. নয়ন। বৃহস্পতিবার রাতে মিরপুর ১ নম্বর সড়কের স্বাধীন বাংলা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেফতাররা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। তারা একা কোনো পথচারী দেখলে সালাম দেন। সালামের জবাব দিয়ে দাঁড়ালেই সবাই ছোরার ভয় দেখিয়ে সব কিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওসি আরও জানান, গ্রেফতার চারজনই চিহ্নিত ছিনতাইকারী। তারা রাতে নির্জন এলাকায় অবস্থান করেন। কেউ যাতে সন্দেহ না করে সে জন্য নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব রেখেই দাঁড়িয়ে থাকে। এরপর একা কোনো পথচারী সে পথে গেলে একজন তাকে সালাম দেয়। সালাম পেয়ে পথচারী দাঁড়ালেই বাকি তিনজন আশপাশ থেকে এসে তাকে ছোরার মুখে ঘিরে ধরেন। এরপর মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে ওমরের বিরুদ্ধে তিনটি এবং নয়ন, উজ্জ্বল ও মিজানের বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে।

সর্বশেষ খবর