গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার সংরক্ষিত শাল-গজারি বনে আগুনের ঘটনা ঘটেছে। বনের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত রহস্যজনক আগুনের ঘটনায় হুমকিতে পড়েছে ছোট-বড় উদ্ভিদসহ কীটপতঙ্গ ও প্রাণিকুল। তবে, ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বিট অফিসের ২০০ গজ অদূরে সংরক্ষিত শাল-গজারি বনে আগুন লাগে। যা গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জ্বলে। স্থানীয় শাহ্ আলম জানান, রাতের আঁধারে একটি চক্র বনে আগুন দেয়। তাদের উদ্দেশ্য, আগুনে বনের গাছপালা পুড়ে গেলে নতুন ভাবে আর গাছ জন্মাবে না। এক সময় বনের ভূমি দখল করা তাদের জন্য সহজ হবে। এ বিষয়ে চন্দ্রা বিট কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, বনে আগুনের সংবাদ পেয়ে লোক পাঠানো হয়েছে। তারা আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তবে কে বা কারা প্রতিনিয়ত আগুন দিচ্ছে তা উদঘাটন করা সম্ভব হচ্ছে না।