বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যাংকের পরিচালক একই পরিবার থেকে চারজনের স্থলে তিনজন করা হচ্ছে। এতে গুণগত চেঞ্জ খুব একটা হবে বলে আমার মনে হয় না।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, একই পরিবার থেকে পরিচালক চারজন থেকে তিনজন করা হচ্ছে, এটা যথাযথ নয়। আগের মতো দুজনই রাখা উচিত ছিল। এসব পরিচালকের একটানা ছয় বছর থাকার বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। এটাও আগের মতো তিন বছর করা উচিত ছিল। এক মেয়াদে ছয় বছর থাকবে সেটা মোটেও যুক্তিসংগত নয়। ব্যতিক্রম হলে আরেক মেয়াদে তিন বছর থাকতে পারত। তিনি বলেন, একই পরিবারের দুই-তিনজন পরিচালক থাকলেও অন্য পরিচালকরা বেশির ভাগ তাদেরই আত্মীয়স্বজন। চেয়ারম্যান অথবা বিভিন্ন মাধ্যমে তারা এসে পড়েন। ভাই, বোন এ রকম না, কিন্তু ব্রাদার ইন ল, ভাইয়ের শালা পরিচালক হন। সেই হিসাবে চার-পাঁচজনই হয়ে যান। শুধু আইন দিয়ে হবে না। এটার বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংককে মনিটরিং করতে হবে। তারা কীভাবে হস্তক্ষেপ করবে বা করে কি না। যোগসাজশ করে কি না সেটা বাংলাদেশ ব্যাংককে দেখতে হবে। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বতন্ত্র পরিচালকদের শক্ত ভূমিকা পালন করতে হবে। তারা তো আবার আত্মীয়স্বজন হয়ে যায়। এ ব্যাপারে আইনে কিছু একটা থাকা দরকার ছিল। চেয়ারম্যান বা পরিচালকের আত্মীয়স্বজন যেন স্বতন্ত্র পরিচালক না হন সেটা পুরোপুরি মানতে হবে। সুশাসন নিশ্চিত করার জন্য সন্তোষজনক কিছু হবে বলে আমার মনে হয় না। ব্যাংকের শীর্ষ কর্তাব্যক্তিরা বেশি সুযোগ-সুবিধা পাওয়ার কারণে তারাও মালিকদের সঙ্গে মিলে যান। ফলে গুণগত চেঞ্জ খুব একটা হবে বলে আমার মনে হয় না।’
শিরোনাম
- মার্চে নেপালে নির্বাচন
- শপথ নিলেন সুশীলা কার্কি, নেপালে নতুন ইতিহাস
- ইন্দোনেশিয়ার বন্যায় মৃত বেড়ে ২৩
- ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের
- রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব
- ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
- নিষেধাজ্ঞা প্রত্যাহার, ডাগআউটে ফিরছেন ফ্লিক
- খুলনায় অবৈধ অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
- তিন দফা দাবিতে খুলনায় প্রকৌশলী শিক্ষার্থীদের মহাসমাবেশ
- খালিয়াজুরীতে স্পিডবোট ডুবে চার শিশু নিখোঁজ
- খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতির প্রাণশক্তিও: ফারুক-ই-আজম
- অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার
- জাতীয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : দুলু
- পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩৭৯৭ মামলা, জরিমানা ২৬ কোটি
- ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার
- নুরাল পাগলের দরবারে হামলার এক সপ্তাহ পর ওসির বদলি
- কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে ইউএনওসহ আহত ৫০
- মানহীন রেস্টুরেন্ট ও খাবার দোকানের ছড়াছড়ি বরিশালে
- জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ট্রেভ্যালি ফিশ
গুণগত চেঞ্জ হবে বলে মনে হয় না
-ড. সালেহউদ্দিন আহমেদ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর