বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যাংকের পরিচালক একই পরিবার থেকে চারজনের স্থলে তিনজন করা হচ্ছে। এতে গুণগত চেঞ্জ খুব একটা হবে বলে আমার মনে হয় না।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, একই পরিবার থেকে পরিচালক চারজন থেকে তিনজন করা হচ্ছে, এটা যথাযথ নয়। আগের মতো দুজনই রাখা উচিত ছিল। এসব পরিচালকের একটানা ছয় বছর থাকার বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। এটাও আগের মতো তিন বছর করা উচিত ছিল। এক মেয়াদে ছয় বছর থাকবে সেটা মোটেও যুক্তিসংগত নয়। ব্যতিক্রম হলে আরেক মেয়াদে তিন বছর থাকতে পারত। তিনি বলেন, একই পরিবারের দুই-তিনজন পরিচালক থাকলেও অন্য পরিচালকরা বেশির ভাগ তাদেরই আত্মীয়স্বজন। চেয়ারম্যান অথবা বিভিন্ন মাধ্যমে তারা এসে পড়েন। ভাই, বোন এ রকম না, কিন্তু ব্রাদার ইন ল, ভাইয়ের শালা পরিচালক হন। সেই হিসাবে চার-পাঁচজনই হয়ে যান। শুধু আইন দিয়ে হবে না। এটার বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংককে মনিটরিং করতে হবে। তারা কীভাবে হস্তক্ষেপ করবে বা করে কি না। যোগসাজশ করে কি না সেটা বাংলাদেশ ব্যাংককে দেখতে হবে। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বতন্ত্র পরিচালকদের শক্ত ভূমিকা পালন করতে হবে। তারা তো আবার আত্মীয়স্বজন হয়ে যায়। এ ব্যাপারে আইনে কিছু একটা থাকা দরকার ছিল। চেয়ারম্যান বা পরিচালকের আত্মীয়স্বজন যেন স্বতন্ত্র পরিচালক না হন সেটা পুরোপুরি মানতে হবে। সুশাসন নিশ্চিত করার জন্য সন্তোষজনক কিছু হবে বলে আমার মনে হয় না। ব্যাংকের শীর্ষ কর্তাব্যক্তিরা বেশি সুযোগ-সুবিধা পাওয়ার কারণে তারাও মালিকদের সঙ্গে মিলে যান। ফলে গুণগত চেঞ্জ খুব একটা হবে বলে আমার মনে হয় না।’
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার