বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যাংকের পরিচালক একই পরিবার থেকে চারজনের স্থলে তিনজন করা হচ্ছে। এতে গুণগত চেঞ্জ খুব একটা হবে বলে আমার মনে হয় না।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, একই পরিবার থেকে পরিচালক চারজন থেকে তিনজন করা হচ্ছে, এটা যথাযথ নয়। আগের মতো দুজনই রাখা উচিত ছিল। এসব পরিচালকের একটানা ছয় বছর থাকার বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। এটাও আগের মতো তিন বছর করা উচিত ছিল। এক মেয়াদে ছয় বছর থাকবে সেটা মোটেও যুক্তিসংগত নয়। ব্যতিক্রম হলে আরেক মেয়াদে তিন বছর থাকতে পারত। তিনি বলেন, একই পরিবারের দুই-তিনজন পরিচালক থাকলেও অন্য পরিচালকরা বেশির ভাগ তাদেরই আত্মীয়স্বজন। চেয়ারম্যান অথবা বিভিন্ন মাধ্যমে তারা এসে পড়েন। ভাই, বোন এ রকম না, কিন্তু ব্রাদার ইন ল, ভাইয়ের শালা পরিচালক হন। সেই হিসাবে চার-পাঁচজনই হয়ে যান। শুধু আইন দিয়ে হবে না। এটার বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংককে মনিটরিং করতে হবে। তারা কীভাবে হস্তক্ষেপ করবে বা করে কি না। যোগসাজশ করে কি না সেটা বাংলাদেশ ব্যাংককে দেখতে হবে। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বতন্ত্র পরিচালকদের শক্ত ভূমিকা পালন করতে হবে। তারা তো আবার আত্মীয়স্বজন হয়ে যায়। এ ব্যাপারে আইনে কিছু একটা থাকা দরকার ছিল। চেয়ারম্যান বা পরিচালকের আত্মীয়স্বজন যেন স্বতন্ত্র পরিচালক না হন সেটা পুরোপুরি মানতে হবে। সুশাসন নিশ্চিত করার জন্য সন্তোষজনক কিছু হবে বলে আমার মনে হয় না। ব্যাংকের শীর্ষ কর্তাব্যক্তিরা বেশি সুযোগ-সুবিধা পাওয়ার কারণে তারাও মালিকদের সঙ্গে মিলে যান। ফলে গুণগত চেঞ্জ খুব একটা হবে বলে আমার মনে হয় না।’
শিরোনাম
- ‘দেশের এক ইঞ্চি দখলের চেষ্টা করলে হাত ভেঙে দিতে দ্বিধাবোধ করবো না’
- স্বার্থান্ধতার কারণে দেশের রাজনীতি আজ লক্ষ্যচ্যুত : সেলিম উদ্দিন
- ‘পুষ্পা ২’ শো শেষে সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার
- পিরোজপুরে আরেক মামলায় তারেক রহমানকে অব্যাহতি
- নেত্রকোনায় পিআইডির সেমিনার অনুষ্ঠিত
- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশি অভিযান
- শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের
- অবসরে গেলেন বিচারপতি জিয়াউল করিম
- কুলাউড়ায় প্রকল্পের টাকা ছাত্রলীগ নেতার পেটে, ফেরত দিতে চিঠি
- ১০ ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস চাইলেন লুৎফুজ্জামান বাবর
- ভাঙ্গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
- ঐতিহ্যবাহী সাম্পানে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি
- নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়া মুক্ত দিবস পালিত
- শীতকালেও সানস্ক্রিন : কতবার এবং কীভাবে ব্যবহার করবেন?
- নিজের তৈরী অণুজীব সার ব্যবহারে সফল কৃষক আজহারুল
- বাসে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ; নিহত বেড়ে ২
- এক ওভারে পাঁচ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি জিসানের
- মানিকগঞ্জে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ক্যারিবীয় পেসারকে শাস্তি দিলো আইসিসি
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে ১৩ নির্দেশনা
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
গুণগত চেঞ্জ হবে বলে মনে হয় না
-ড. সালেহউদ্দিন আহমেদ
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর