বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যাংকের পরিচালক একই পরিবার থেকে চারজনের স্থলে তিনজন করা হচ্ছে। এতে গুণগত চেঞ্জ খুব একটা হবে বলে আমার মনে হয় না।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, একই পরিবার থেকে পরিচালক চারজন থেকে তিনজন করা হচ্ছে, এটা যথাযথ নয়। আগের মতো দুজনই রাখা উচিত ছিল। এসব পরিচালকের একটানা ছয় বছর থাকার বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। এটাও আগের মতো তিন বছর করা উচিত ছিল। এক মেয়াদে ছয় বছর থাকবে সেটা মোটেও যুক্তিসংগত নয়। ব্যতিক্রম হলে আরেক মেয়াদে তিন বছর থাকতে পারত। তিনি বলেন, একই পরিবারের দুই-তিনজন পরিচালক থাকলেও অন্য পরিচালকরা বেশির ভাগ তাদেরই আত্মীয়স্বজন। চেয়ারম্যান অথবা বিভিন্ন মাধ্যমে তারা এসে পড়েন। ভাই, বোন এ রকম না, কিন্তু ব্রাদার ইন ল, ভাইয়ের শালা পরিচালক হন। সেই হিসাবে চার-পাঁচজনই হয়ে যান। শুধু আইন দিয়ে হবে না। এটার বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংককে মনিটরিং করতে হবে। তারা কীভাবে হস্তক্ষেপ করবে বা করে কি না। যোগসাজশ করে কি না সেটা বাংলাদেশ ব্যাংককে দেখতে হবে। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বতন্ত্র পরিচালকদের শক্ত ভূমিকা পালন করতে হবে। তারা তো আবার আত্মীয়স্বজন হয়ে যায়। এ ব্যাপারে আইনে কিছু একটা থাকা দরকার ছিল। চেয়ারম্যান বা পরিচালকের আত্মীয়স্বজন যেন স্বতন্ত্র পরিচালক না হন সেটা পুরোপুরি মানতে হবে। সুশাসন নিশ্চিত করার জন্য সন্তোষজনক কিছু হবে বলে আমার মনে হয় না। ব্যাংকের শীর্ষ কর্তাব্যক্তিরা বেশি সুযোগ-সুবিধা পাওয়ার কারণে তারাও মালিকদের সঙ্গে মিলে যান। ফলে গুণগত চেঞ্জ খুব একটা হবে বলে আমার মনে হয় না।’
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
গুণগত চেঞ্জ হবে বলে মনে হয় না
-ড. সালেহউদ্দিন আহমেদ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর