শিরোনাম
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
বেঙ্গালুরুতে গণধর্ষণ

বাংলাদেশি তরুণীকে ক্ষতিপূরণে ভারতীয় আদালতের নির্দেশ

কলকাতা প্রতিনিধি

২০২১ সালের মে মাসে ভারতের বেঙ্গালুরুতে ২১ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের ঘটনায় তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের আদালত। এর আগে গণধর্ষণ, অত্যাচার এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে তিন নারীসহ ১১ জনকে দোষী সাব্যস্ত করে বেঙ্গালুরুর অতিরিক্ত ‘সিটি সিভিল অ্যান্ড সেশন’ আদালত। শাস্তি হিসেবে ন্যূনতম নয় মাস থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। বেঙ্গালুরুর অতিরিক্ত ‘সিটি সিভিল অ্যান্ড সেশন’ আদালত ২০২২ সালের মে মাসের একটি আদেশে জানিয়েছিল, ‘অপরাধের তীব্রতা ও আদালতের অনুসদ্ধানের প্রেক্ষিতে ভুক্তভোগী তরুণী ‘ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি’ (নাসলা)-এর ক্ষতিপূরণ প্রকল্পের আওতায় ৭ (সাত) লাখ রুপি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। ভারতীয় দণ্ডবিধির ১৯৭৩ সালের একটি সংশোধিত আইনের ৩৫৭এ ধারায় ‘কম্পেনশেসন স্কিম ফর উইমেন ভিকটিমস’ থেকে ভুক্তভোগী তরুণীকে ওই ক্ষতিপূরণের অর্থ প্রদান করবে কর্ণাটক রাজ্য সরকার।’ জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষকে (ডিএলএসএ) আদালত নির্দেশ দিয়েছেন, অবিলম্বে যেন ওই তরুণীকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়। যেহেতু ওই তরুণী এখন নিজের দেশে অবস্থান করছেন, সেখানে ওই তরুণী তার যথাযথ ক্ষতিপূরণ নাও পেতে পারে। আর এই অনিশ্চয়তা থেকেই ডিএলএসএ-কে আদালতের আরজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তরুণীর উপস্থিতি নিশ্চিত করে ই-পেমেন্টের মাধ্যমে ওই তরুণীর ব্যাংক অ্যাকাউন্টে রুপি পরিশোধ করতে হবে। ‘তালাশ অ্যাসোসিয়েশন’ নামে বেঙ্গালুরু শহরভিত্তিক একটি অলাভজনক মানবাধিকার সংস্থাই নির্যাতিতা এই তরুণীকে ক্ষতিপূরণের সুবিধা দিচ্ছে। ওই সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সীমা দিওয়ান জানান, ‘নির্যাতিতা ওই তরুণীর নাগরিকত্ব শনাক্তকরণ ও তাকে তার দেশে ফেরত পাঠানো, ১২ জন অভিযুক্তকে খুঁজে বের করতে তালাশই পুলিশকে সহায়তা করেছিল। আর এবার ‘নির্ভয়া’ তহবলের অধীনে নির্যাতিতা তরুণীকে ক্ষতিপূরণের ক্ষেত্রেও সহায়তা করছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর