২০২১ সালের মে মাসে ভারতের বেঙ্গালুরুতে ২১ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের ঘটনায় তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের আদালত। এর আগে গণধর্ষণ, অত্যাচার এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে তিন নারীসহ ১১ জনকে দোষী সাব্যস্ত করে বেঙ্গালুরুর অতিরিক্ত ‘সিটি সিভিল অ্যান্ড সেশন’ আদালত। শাস্তি হিসেবে ন্যূনতম নয় মাস থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। বেঙ্গালুরুর অতিরিক্ত ‘সিটি সিভিল অ্যান্ড সেশন’ আদালত ২০২২ সালের মে মাসের একটি আদেশে জানিয়েছিল, ‘অপরাধের তীব্রতা ও আদালতের অনুসদ্ধানের প্রেক্ষিতে ভুক্তভোগী তরুণী ‘ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি’ (নাসলা)-এর ক্ষতিপূরণ প্রকল্পের আওতায় ৭ (সাত) লাখ রুপি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। ভারতীয় দণ্ডবিধির ১৯৭৩ সালের একটি সংশোধিত আইনের ৩৫৭এ ধারায় ‘কম্পেনশেসন স্কিম ফর উইমেন ভিকটিমস’ থেকে ভুক্তভোগী তরুণীকে ওই ক্ষতিপূরণের অর্থ প্রদান করবে কর্ণাটক রাজ্য সরকার।’ জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষকে (ডিএলএসএ) আদালত নির্দেশ দিয়েছেন, অবিলম্বে যেন ওই তরুণীকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়। যেহেতু ওই তরুণী এখন নিজের দেশে অবস্থান করছেন, সেখানে ওই তরুণী তার যথাযথ ক্ষতিপূরণ নাও পেতে পারে। আর এই অনিশ্চয়তা থেকেই ডিএলএসএ-কে আদালতের আরজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তরুণীর উপস্থিতি নিশ্চিত করে ই-পেমেন্টের মাধ্যমে ওই তরুণীর ব্যাংক অ্যাকাউন্টে রুপি পরিশোধ করতে হবে। ‘তালাশ অ্যাসোসিয়েশন’ নামে বেঙ্গালুরু শহরভিত্তিক একটি অলাভজনক মানবাধিকার সংস্থাই নির্যাতিতা এই তরুণীকে ক্ষতিপূরণের সুবিধা দিচ্ছে। ওই সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সীমা দিওয়ান জানান, ‘নির্যাতিতা ওই তরুণীর নাগরিকত্ব শনাক্তকরণ ও তাকে তার দেশে ফেরত পাঠানো, ১২ জন অভিযুক্তকে খুঁজে বের করতে তালাশই পুলিশকে সহায়তা করেছিল। আর এবার ‘নির্ভয়া’ তহবলের অধীনে নির্যাতিতা তরুণীকে ক্ষতিপূরণের ক্ষেত্রেও সহায়তা করছে।’
শিরোনাম
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব