শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

তুলকালাম কান্ড ঘটিয়ে কাউন্সিলরকে আটক করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তুলকালাম কান্ড ঘটিয়ে সাড়ে চার ঘণ্টার অভিযানের পর রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া ইসলাম শিপলুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকাল ৫টা থেকে তার বাড়ি ঘিরে রাখার পর রাত সাড়ে ৯টায় কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, কাউন্সিলর শিপলুর নামে চারটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে শিপলুর বিরুদ্ধে জমি দখল, মাদক কারবারসহ নানা বিষয়ে প্রতিবেদনে তুলে ধরা হয়। এ ঘটনায় শিপলু ৫ এপ্রিল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে    সাংবাদিক মাজহারুল মান্নানের বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার রংপুরের সাংবাদিক সমাজ মানববন্ধন ও সমাবেশ করে শিপলুর গ্রেফতার দাবি করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৫টা থেকে চার মামলার ওয়ারেন্টের আসামি কাউন্সিলর শিপলুকে গ্রেফতারের জন্য তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। খবর পেয়ে তার শত শত সমর্থক কাউন্সিলরের বাড়িতে ভিড় জমান। তাকে গ্রেফতার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন। শিপলুকে ষড়যন্ত্রমূলকভাবে আটক ও হয়রানি করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পাঠানো হয় জলকামান। ইফতারের পর এলাকাবাসী, শিপলুর কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকে। এ সময় তারা সিটি নির্বাচনে পরাজিত প্রার্থী পুলিশ দিয়ে শিপলুকে হয়রানি করছেন বলে অভিযোগ করেন। রাত সাড়ে ৯টায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে ওই কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর