বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চকবাজারে গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

চকবাজারে গোডাউনে আগুন

রাজধানীর চকবাজার এলাকায় সিরামিক গুদামে আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা -বাংলাদেশ প্রতিদিন

পুরান ঢাকার চকবাজারে গতকাল একটি সিরামিক গোডাউনে আগুন লাগে। বিসমিল্লাহ টাওয়ারের পাশে ওই সিরামিক গোডাউনের আগুন দুপুর ১২টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচ তলা ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে বেলা পৌনে ১১টায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। দুপুর ১২টার পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিসমিল্লাহ টাওয়ারের ব্যবসায়ী আবু সাইদ বলেন, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে আগুন ছড়াতে  পারেনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, মনির নামে এক ব্যক্তির গোডাউনে আগুন লাগে। সেখানে প্লাস্টিক ও সিরামিক ছিল। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইউম বলেন, আগুনে হতাহতের কোনো খবর তারা পাননি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দিগু বাবু লেনের রাস্তাগুলো সরু। এ কারণে ফায়ার সার্ভিস কর্মীদের গাড়ি সেখানে ঢুকানো যায়নি। গাড়ি দূরে রেখে সেখান থেকে আগুন নেভানোর কাজ করা হয়। এ ছাড়া ওই ভবনের সিঁড়ির কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ভিতরে ঢুকতে সমস্যা হয়। এর আগে ৪ এপ্রিল ভয়াবহ এক আগুনে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের প্রায় ৫ হাজার দোকান ও মালামাল পুড়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর